ETV Bharat / state

হরিশ্চন্দ্রপুরে সরষের তেলে পাম তেল মেশানোর অভিযোগ, গুদামে তল্লাশি প্রশাসনের

author img

By

Published : Jun 19, 2021, 3:44 AM IST

allegation to produce mixing mustard oil at chanchal in malda
হরিশ্চন্দ্রপুরে ভেজাল সরষের তেল তৈরির অভিযোগ

শুক্রবার দুপুরে তুলসিহাটার সরষের তেলের পাইকারি ব্যবসায়ী দিলীপ আগরওয়ালের গুদামে হানা দেন প্রশাসনিক কর্তারা ৷ গুদামে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান তাঁরা ৷ সরষের তেলে পাম তেলের উপস্থিতিও পাওয়া যায় ৷ পাওয়া যায় দুটি তেল মিশ্রণের যন্ত্র, নামিদামি কোম্পানির সরষের তেলের লেবেলসহ আরও অনেক কিছু ৷

মালদা, 19 জুন : চাঁচলের কাণ্ডারণের পর হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা ৷ সরষের তেলে পাম তেল মেশানো হচ্ছে এমন খবর পেয়ে হানা দিল চাঁচল মহকুমা প্রশাসন ৷ সরষের তেলের এক পাইকারি ব্যবসায়ীর গুদামে তল্লাশি চালিয়ে মিলল তেল মিশ্রণের যাবতীয় প্রমাণ ৷ যদিও ওই ব্যবসায়ী স্বীকার করেছেন আগে তিনি এই অবৈধ কাজ করলেও এখন সেসব ছেড়ে দিয়েছেন ৷ তাঁর কথায় অবশ্য চিঁড়ে ভেজেনি ৷ দুটি যন্ত্রসহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের হাতে ৷ মহকুমাশাসক জানিয়েছেন, এনিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷

শুক্রবার দুপুরে ফুড সেফটি অফিসার আয়েশা খাতুন, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য ও সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে তুলসিহাটার সরষের তেলের পাইকারি ব্যবসায়ী দিলীপ আগরওয়ালের গুদামে হানা দেন চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল ৷ সঙ্গে ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশও ৷ ওই গুদামে মজুত করা ছিল প্রচুর পরিমাণ সরষের তেল ৷ ছিল পাম তেলও ৷ মহকুমাশাসক জানতে পেরেছিলেন, এই গুদামে সরষের তেলের সঙ্গে পাম তেল মেশানো হয় ৷ যা বর্তমানে নিষিদ্ধ ৷ গুদামে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান প্রশাসনিক কর্তারা ৷ সরষের তেলে পাম তেলের উপস্থিতিও পাওয়া যায় ৷ আরও পাওয়া যায় দুটি তেল মিশ্রণের যন্ত্র, নামিদামি কোম্পানির সরষের তেলের লেবেলসহ আরও অনেক কিছু ৷ সেখানে থাকা সরষের তেলের প্যাকেটে বার কোড দেওয়া থাকলেও তা স্ক্যান করা যায়নি ৷

তাছাড়া কেন্দ্রীয় সরকারের নির্দেশ, এই সময় কেউ সরষের তেল মজুত রাখতে পারে না ৷ কিন্তু গুদামে প্রচুর পরিমাণ সরষের তেল মজুত করা ছিল ৷ মহকুমাশাসকের কাছে দিলীপ আগরওয়ালা স্বীকার করে নেন, তিনি আগে সরষের তেলে পাম তেল মেশাতেন ৷ তবে এখন সেসব করেন না ৷ দিলীপ আগরওয়াল বলেন,"অফিসাররা এসে সমস্ত কিছু দেখলেন ৷ আমার কারখানায় ব্লেন্ডিং হত ৷ তার লাইসেন্সও ছিল ৷ তবে কারখানা অনেকদিন ধরে বন্ধ রয়েছে ৷ পাইপলাইনে কিছু তেল জমে ছিল সেগুলোই অফিসাররা দেখেছেন ৷ তেলের প্যাকেটের বার কোড স্ক্যান কেন হচ্ছে না তা নিয়ে আমি কোম্পানির সঙ্গে কথা বলব ৷"

ফুড সেফটি অফিসার আয়েশা খাতুন বলেন," 2020 সালের অক্টোবর থেকে সরষের তেলের সঙ্গে পাম তেল মেশানো নিষিদ্ধ ৷ তা খতিয়ে দেখতেই আমাদের এখানে আসা ৷ গুদামের মজুত থাকা তেলে পাম তেল মেশানোর প্রমাণ মিলেছে ৷ ভবিষ্যতে উনি এটা করবেন না বলে জানিয়েছেন ৷ পাইকারি ব্যবসায়ী হিসেবে উনি পাম তেল মজুত রাখতে পারেন ৷ ওনার কাছে বেশ কিছু খাদ্য সামগ্রী পাওয়া গিয়েছে যা মজুত করার লাইসেন্স ওনার কাছে নেই ৷ এখানে সরষের তেলে পাম তেল মেশানোর দুটি মেশিন পাওয়া গিয়েছে ৷ সেই কারণে পুলিশকেও ডাকা হয়েছে ৷ উনি নিজের ব্র্যান্ডের নামে তেল প্যাকিং করতে পারবেন ৷ কিন্তু এখানে অন্যান্য নামিদামি কোম্পানির লেবেলও পাওয়া গিয়েছে ৷ যা যা আইনি পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে ৷"

সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস বলেন,"তুলসিহাটা অয়েল মিলে ফুড সেফটি অফিসারকে নিয়ে তদন্ত করতে এসেছিলাম ৷ আগে এখানে দুরকম তেল মিশিয়ে প্যাকিং করা হত ৷ এখন সেটা বন্ধ করা হয়েছে ৷ সরষের তেলের সঙ্গে পাম তেল মেশানো হত, যেটা 2020 সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই ধরনের তেল খেলে পেটের রোগ হতে পারে ৷ "

আরও পড়ুন : ১ লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট উদ্ধার মালদায়, গ্রেফতার চার

চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন,"আমরা তুলসিহাটার একটি মিলে এসেছি ৷ যে লাইসেন্স রয়েছে তাতে বেশ কিছু ভুল রয়েছে ৷ তা ঠিক করাতে বলা হয়েছে ৷ ব্লেন্ডিংয়ের লাইসেন্স ওনার ছিল ৷ ওই মেশিন পরিষ্কার করে রাখা আছে ৷ কিন্তু সামান্য তেল পাওয়া গিয়েছে ৷ আমরা বিভিন্ন ব্র্যান্ডের লেবেল পেয়েছি ৷ তিনি নিজেও স্বীকার করেছেন কিছুদিন আগে পর্যন্ত এই কাজ করেছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.