ETV Bharat / state

Malda Blast : পড়ে থাকা বোতলে হাত দিতেই বিস্ফোরণ, মালদায় গুরুতর জখম শিশু

author img

By

Published : Mar 31, 2022, 10:01 AM IST

রতুয়ার চাঁদমনি 1 নং গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে নয় বছরের শিশু কন্যা জমি থেকে ঘাস তুলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয় (9 year old girl injured in blast) ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি ৷

Injured by Bottle Blast
বিস্ফোরণে গুরুতর জখম শিশু

মালদা, 31 মার্চ : জমি থেকে ঘাস তুলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম শিশু কন্যা (9 year old girl injured in blast) । ঘটনাটি মালদা জেলার রতুয়ার চাঁদমনি 1 নং গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামের । এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ৷

আহত 9 বছরের শিশুটির নাম খালেদা বেগম । পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে খালেদাকে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে মাঠে ঘাস তুলতে পাঠায় তার মা ছবি বিবি । ঘাস তুলতে গিয়ে মাঠে একটি বোতল দেখতে পায় মেয়েটি । সেই বোতলে হাত দিতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের বিকট শব্দে পরিবারের লোকজন ছুটে যায় ঘটনাস্থলে । গুরুতর আহত অবস্থায় খালেদাকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিকেলে রেফার করে দেন । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন খালেদা ।

বোতল বিস্ফোরণে গুরুতর আহত শিশু ভর্তি হাসপাতালে

ছবি বিবি বলেন, “দুপুরে আমি মেয়েকে ঘাস তুলতে পাঠিয়েছিলাম । আমি সেই সময় রান্না করছিলাম । মাঠে সেই সময় শুধু বাচ্চারা ছিল । সেই সময় মেয়ে একটি বোতলে হাত দিতেই বিস্ফোরণ হয় । শব্দে আমরা মাঠে ছুটে যাই । তারপর মেয়েকে হাসপাতালে ভর্তি করি ।” পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : বোমা ফেটে বর্ধমানে আহত ছাত্র, গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল কলকাতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.