ETV Bharat / state

World Tourism Day: এবার পুজোয় বাঙালির ডেস্টিনেশন কাশ্মীর-গুজরাত, দু'ঘন্টায় শেষ ট্যুর বুকিং

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 5:22 PM IST

Etv Bharat
Etv Bharat

পুজোয় এবার বাঙালির ভ্রমণের ডেস্টিনেশন কাশ্মীর, গুজরাত ৷ পর্যটন দিবসে এই তথ্য উঠে এসেছে বেশকিছু পর্যটন সংস্থার তরফ থেকে । মাত্র দু‘ঘণ্টাতেই শেষ বুকিং পক্রিয়া ৷

বাঙালির ভ্রমণের ডেস্টিনেশন কাশ্মীর

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন ৷ যদিও আগমনীর অনেক আগেই উৎসব প্রিয় বাঙালির শুরু হয়ে যায় পুজোর পরিকল্পনা ৷ আর সেই পরিকল্পনায় সবচেয়ে আগে থাকে বেড়াতে যাওয়ার প্ল্যান ৷ তা সে পাড়ায় প্যান্ডেল হপিং হোক কিংবা পুজোয় টানা কয়েকদিনের ছুটিকে চেটেপুটে উপভোগ করতে পাড়ি দেয় কাশ্মীর কিংবা কন্যাকুমারী ৷ তবে এই বছর ভ্রমণপিপাসু বাঙালির পুজোর ডেস্টিনেশনে কিছুটা রদবদল ঘটেছে। প্রথম পছন্দের জায়গা হয়েছে ভূস্বর্গ কাশ্মীর । দ্বিতীয় তালিকায় আছে স্ট্যাচু অফ ইউনিটির গুজরাত । বিশ্ব পর্যটন দিবসের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে বেশকিছু পর্যটন সংস্থার তরফে।

খাওয়া থেকে ঘুরতে যাওয়া, বাঙালির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন । এবারও পুজোর ছুটির মরশুমে ভ্রমণ প্রিয় বাঙালি বেশ কয়েক মাস আগেই ঠিক করে ফেলেছেন ছুটি কাটানোর গন্তব্য । ঘুরতে যাওয়ার জন্য পছন্দের তালিকায় ভূস্বর্গের পাশাপাশি আছে গুজরাত, কেরল ও আন্দামান ৷ তবে কাশ্মীরের প্রতি ভ্রমণপিপাসুদের বাড়তি আকর্ষণ প্রসঙ্গেই পর্যটন সংস্থা দাবি বছর তিনেক হল কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । আমজনতার আশঙ্কা, পাছে আবারও কাশ্মীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তাই পুজোর ছুটিতেই ভূস্বর্গে ঘুরে আসার তোড়জোর ৷ তাই আগে থেকে টিকিট বুকিংয়ের বিশাল চাহিদা ৷ ঘণ্টা দু'য়েকের মধ্যে নাকি শেষ টিকিট ও ট্যুর বুকিংও । তাও আবার চারমাস আগেই ৷

কোথায় ঘুরতে কত খরচ:

  • কাশ্মীর ঘুরতে 8 দিন 7 রাত সব মিলিয়ে খরচ পড়বে 25-27 হাজার টাকা । বিমান ভাড়া ছাড়া ।
  • আন্দামান ভ্রমণে 7 দিন 6 রাতের খরচ 28-30 হাজার টাকা । বিমান ভাড়া বাদে।
  • গুজরাতের জন্য 15 দিনের খরচ পড়বে 28-30 হাজার টাকা ।

এই প্রসঙ্গে কলকাতার একটি বিখ্যাত ট্যুর সংস্থা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, সংশ্লিষ্ট সংস্থাটির সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ 7টি কাশ্মীর ট্যুর আছে । প্রতি ট্রিপে 40-42 জন করে সদস্য আছেন । প্রথম দিনই ফুল হয়ে গিয়েছে বুকিং। এখন বহু মানুষ ফেরত চাইলেও বুুকিং করতে পারছেন না ৷ একই পরিস্থিতি গুজরাত ভ্রমণের ক্ষেত্রেও ৷ প্রথম দু’দিনের মধ্যেই শেষ সব রেলের টিকিট । পাশাপশি চলছে ট্যুর বুকিং। মূলত দ্বারকা নাথ বা অন্যান্য দর্শনীয় স্থানের সঙ্গে স্ট্যাচু অফ ইউনিটি সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি দেখার ঝোঁক গুজরাতমুখী পর্যটকরা । আর এই দুই জায়গা বাদ দিলে পর্যটকদের পছন্দের তালিকায় আছে আন্দামান ও কেরলও।

আরও পড়ুন: মানচিত্রে যোগ হোক আরও সুন্দর জায়গা', বিশ্ব পর্যটন দিবসে বালি ভাস্কর্যে বার্তা শিল্পীর

একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির কর্ণধার সৌমিত্র কুণ্ডু বলেন, "পর্যটন সংস্থাগুলো মূলত পুজোর সিজন দু’ভাগে দেখে। মহালয়ার পর ও লক্ষ্মী পুজোর পর। তবে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে । প্রথম দিন মাত্র দু’ঘণ্টাতেই কাশ্মীর ও দুদিনের মধ্যে গুজরাত ট্যুরের সব বুকিং হয়ে গিয়েছে । কেরল, আন্দামান ও মধপ্রদেশের প্রতিও ঝোঁক আছে পর্যটকদের ৷ " এতদিন পুজোর সময় রাজ্যের পর্যটকরা বেশি রাজস্থান যেতেন । তবে মরুরাজ্যে এবার আর বেশি যাচ্ছেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.