ETV Bharat / state

Lakshmir Bhandar : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের ভিড়

author img

By

Published : Aug 16, 2021, 2:23 PM IST

তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে । এই প্রকল্পে 25 থেকে 60 বছরের মহিলাদের মাসিক হাত খরচ হিসাবে অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার । এদিন দশটার আগে থেকেই বিভিন্ন দুয়ারের সরকারের ক্যাম্পে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে । তাদের অধিকাংশই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এদিন এই ক্যাম্পে হাজির হয়েছেন ।

দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের ভিড়
দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের ভিড়

কলকাতা, 16 অগস্ট : সকাল থেকেই দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় । সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প । মূলত, এই ক্যাম্পে সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা একছাতার তলায় দেওয়া হচ্ছে । এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে দেখা গিয়েছে লম্বা লাইন । বিশেষ করে এই লাইনে ভিড় জমিয়েছেন মহিলারাই ।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে । এই প্রকল্পে 25 থেকে 60 বছরের মহিলাদের মাসিক হাত খরচ হিসাবে অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার । এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে । আর অন্যান্যদের সরকারের তরফে দেওয়া হচ্ছে 500 টাকা । এক্ষেত্রে সরকারি চাকরি, পরিবারে উচ্চ আয়ের সংস্থান থাকলে তাঁরা এই প্রকল্প পাবেন না । তবে এদিন দশটার আগে থেকেই বিভিন্ন দুয়ারের সরকারের ক্যাম্পে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে । তাদের অধিকাংশই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এদিন এই ক্যাম্পে হাজির হন ।

একইভাবে সরকারের এই ক্যাম্প থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী প্রকল্প, জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে । লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের । তবে এই অ্য়াকাউন্ট খুলতে গিয়েই সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। মহিলাদের একাংশের দাবি, অনেকেরই স্বাস্থ্য়সাথী কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই । এদিকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথিও তাঁদের কাছে নেই। সেক্ষেত্রে আদৌ তাঁরা ওই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অফ ইন্ডিয়া সূত্রে খবর, ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খোলার জন্য আধার ও প্যান কার্ড লাগবে । অনেকেরই আধার ও ভোটার কার্ড থাকলেও প্যান কার্ড নেই । এর জেরে অ্যাকাউন্ট খুলতে গিয়ে তাঁরা সমস্য়ায় পড়ছেন ।

আরও পড়ুন, Lakshmir Bhandar : অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ, গ্রেফতার 4

জেলার প্রত্যন্ত এলাকার বাসিন্দা একাধিক মহিলা এই প্যান কার্ড না থাকার সমস্যার জেরে অ্য়াকাউন্ট খুলত পারেননি । সেক্ষেত্রে তাঁরা আদৌ এই প্রকল্পের সুবিধা পাবেন কি না তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসন এব্যাপারে আশ্বাস দিয়েছে। মূলত দুয়ারে সরকার প্রকল্পের আওতায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার সুবিধা মিলছে। এক্ষেত্রে সেখানেই সমস্যার সমাধানের ব্যাপারে পরামর্শ মিলতে পারে । তবে ব্যাঙ্ক আধিকারিকদের একাংশের দাবি, প্যান কার্ড না থাকলেও অ্যাকাউন্ট খোলা যায় । তবে অ্য়াকাউন্টে আর্থিক লেনদেন হওয়ার কারণে প্য়ান কার্ড চাওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.