ETV Bharat / state

Corona Update in Bengal : সংক্রমণের হার নিম্নমুখীই, রাজ্যে একদিনে মৃত 35

author img

By

Published : Jan 29, 2022, 6:59 PM IST

Corona Update in Bengal
Corona Update in Bengal

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 512 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 3 হাজার 805 (Corona Update in Bengal) ৷

কলকাতা, 29 জানুয়ারি : রাজ্যের করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী ৷ ছয় শতাংশের নীচে নামল দৈনিক সংক্রমণের হার ৷ স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 512 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 3 হাজার 805 ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 35 জনের (Died of Corona in Bengal) ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 34 ৷

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, কোভিড সংক্রমণের হার কমে দাঁড়িয়েছিল 6.15 শতাংশ ৷ আজকের বুলেটিনে দেখা যাচ্ছে, সংক্রমণের হার কমে হয়েছে 5.65 শতাংশ ৷ রাজ্যে করোনা সংক্রমণে হার নিম্নমুখী হওয়ায় পরিস্থিতি আশাপ্রদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 550 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 19 লাখ 90 হাজার 179 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 11 হাজার 288 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 31 হাজার 711 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 37 হাজার 918 জন ৷

আরও পড়ুন : Body Donates for Corona Research : করোনা গবেষণার জন্য দেহ দান এক বৃদ্ধের

আজ 62 হাজার 125 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 31 লাখ 26 হাজার 157 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 80 হাজার 094 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 5 লাখ 99 হাজার 845 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.