ETV Bharat / state

Corona Update in Bengal : তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, সংক্রমণ নামল কুড়ি হাজারের নিচে

author img

By

Published : Jan 15, 2022, 8:10 PM IST

Corona Update in Bengal
Corona Update in Bengal

দৈনিক মৃত্যুতে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ (Corona Update in Bengal) ৷ করোনার তৃতীয় ঢেউয়ে একদিনে মৃত্যু হল 39 জনের ৷ তৃতীয় ঢেউয়ে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ৷

কলকাতা, 15 জানুয়ারি : একদিনে করোনায় রেকর্ড মৃত্যু দেখল রাজ্য ৷ করোনার তৃতীয় ঢেউয়ে একদিনে মৃত্যু হয়েছে 39 জনের ৷ যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ তার মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি 12 জনের মৃত্যু হয়েছে ৷ এরপর রয়েছে উত্তর 24 পরগনায় (10) ৷ পশ্চিম বর্ধমান এবং হুগলিতে 3 জন প্রাণ হারিয়েছেন (Corona Update in Bengal) ৷

তবে সংক্রমণের দিক থেকে দেখলে রাজ্যে লাগু হওয়া করোনা বিধিনিষেধের সুফল সামান্য হলেও মিলছে ৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার দৈনিকের সংক্রমণ নেমেছে 20 হাজারের নিচে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 19 হাজার 64 জন ৷ কমেছে পজিটিভিটির হার ৷ স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 29.52 শতাংশ ৷ শুক্রবার যা ছিল 31.14 শতাংশ ৷ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায় ৷ গত 24 ঘণ্টায় মহানগরীতে 4,831 জন আক্রান্ত হয়েছেন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা (3,496) ৷

আরও পড়ুন : Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 2 লক্ষ 64 হাজারের বেশি

রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 18 লাখ 82 হাজার 761 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 9 হাজার 132 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 17 লাখ 07 হাজার 333 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 55 হাজার 376 জন ৷ আজ 64 হাজার 572 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 22 লাখ 73 হাজার 222 জন ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লক্ষ 84 হাজার 559 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4 লক্ষ 30 হাজার 219 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 2 লক্ষ 06 হাজার 418 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.