ETV Bharat / state

Teacher Transfer : 'সিঙ্গল সাবজেক্ট টিচার'দের জন্য সুখবর, বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের

author img

By

Published : Sep 23, 2021, 9:37 AM IST

শিক্ষক বদলির নতুন নির্দেশিকা
শিক্ষক বদলির নতুন নির্দেশিকা

কোনও কোনও স্কুলে একটি বিষয়ের জন্য একজন শিক্ষকই রয়েছেন ৷ তাঁরা উৎশ্রী পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ৷ স্কুল পরিচালন সমিতির থেকেও নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না ৷ এবার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্যের শিক্ষা দফতর ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর : 'সিঙ্গল টিচার'দের (Single Teacher) বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দফতর (Directorate of School education) । এবার থেকে সিঙ্গল টিচারদের বদলির আবেদন আটকাতে পারবে না স্কুলের প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি । এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দফতর ।

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলি সংক্রান্ত উৎসশ্রী পোর্টালে (Utsashree v1.0) শিক্ষক-শিক্ষিকারা ইতিমধ্যে বদলির আবেদন জানাতে শুরু করেছেন । তবে সিঙ্গল টিচার অর্থাৎ কোনও নির্দিষ্ট বিষয় পড়ানোর জন্য একজন শিক্ষক থাকলে, তাঁরা স্কুলের কাছ থেকে এনওসি (No Objection Certificate) পাচ্ছেন না । কারণ তাঁরা অন্য স্কুলে চলে গেলে, সেখানে সংশ্লিষ্ট বিষয়টি পড়ানোর কেউ থাকবেন না । তাই উৎসশ্রী পোর্টালে আবেদন জানালেও মিলছে না ছাড়পত্র ৷

এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, যে কোনও 'সিঙ্গল সাবজেক্ট টিচার' (Single Subject Teacher) বদলির জন্য আবেদন জানালে তা স্কুল কর্তৃপক্ষ (School Management Committee, SMC) বাতিল না করে বিষয়টি ডিআই (এসই) [DI(SE)] বা জেলার স্কুল পরিদর্শককে জানাবে । ডিআই সঙ্গে সঙ্গে সিএসই-র (CSE) আলোচনা করবেন ৷ এর মধ্যে ওই স্কুলের শূন্যপদটিতে যতদিন না পর্যন্ত স্থায়ী শিক্ষক নিযুক্ত করা যাচ্ছে, ততদিন নিকটবর্তী কোনও স্কুলের শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস নিতে হবে ।

আরও পড়ুন : Utsashree problem: 'উৎসশ্রী' পোর্টাল ত্রুটিযুক্ত, প্রয়োজনে আদালতে যেতে পারে শিক্ষক মহল

এই পুরো ব্যবস্থাপনার বিষয়ে ডিআই সিএসই-কে জানাবেন ৷ তিনি আবার রাজ্যের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন-এর (West Bengal Central School Service Commission, WBCSSC) চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (West Bengal Board of Secondary Education) প্রেসিডেন্টকে জানাবেন ৷ 7 দিনের মধ্যে সিএসই-কে পুরো ব্য়বস্থা করে ফেলতে হবে ৷

অন্যদিকে, ডিআই নির্দিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের (HOI) সঙ্গে যোগাযাগ করবেন ৷ বদলির আবেদন ডিআই-এর কাছে পাঠাতে হবে প্রধান শিক্ষককে ৷ ডিআই তখন রাজ্যের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) কাছে আবেদনটি অনুমোদনের জন্য পাঠাবেন ৷ কমিশন ওই আবেদন ডব্লিউবিবিএসই-র কাছে পাঠাবে ৷ সেই অনুযায়ী বোর্ড বদলির চূড়ান্ত নির্দেশ দেবে ৷

এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির (STEA) সদস্য অনিমেষ হালদার বলেন, "সমস্যাটি নিয়ে প্রথম থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দফতরে জানাই । রাজ্যের স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক বিভাগ-সহ সাধারণ বিভাগের বহু বিষয়ে একটি করে পোস্ট বা পদ থাকে । ফলে বদলির অন্যান্য সব শর্ত পূরণ করলেও শুধুমাত্র সিঙ্গল টিচার হওয়ার কারণে আবেদন বাতিল করে দেওয়া হচ্ছিল ।" তবে তিনি নিকটবর্তী স্কুলের শিক্ষকদের দিয়ে পড়ানোর প্রতিকারের বিরোধী । তিনি বলেন, "আমরা প্রথম থেকে বলে আসছি বদলির প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু না রাখলে এই সমস্যার সমাধান সম্ভব নয় । ফলে আমরা দ্রুত শূন্যপদে নিয়োগের দাবি জানাচ্ছি ।"

মনে করা হচ্ছে, এই বিজ্ঞপ্তির ফলে উৎসশ্রী পোর্টালে আবেদনকারী প্রায় 40 হাজার 'সিঙ্গল টিচার' উপকৃত হবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.