ETV Bharat / state

Mamata Banerjee: রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মমতা

author img

By

Published : Oct 26, 2022, 7:12 AM IST

Etv Bharat
Etv Bharat

অস্থায়ী রাজ্যপাল লা গনেশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভালো বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। প্রকাশ্যে কেউ কারও বিরোধিতাও করেননি এখনও পর্যন্ত । এবার রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যাচ্ছেন মমতা (West Bengal CM is set to travel Chennai this November )

কলকাতা, 26 অক্টোবর: জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন রাজভবন এবং নবান্নের সংঘাত ঠিক কতটা তীব্র হয়েছিল তা সকলেরই জানা । নতুন রাজ্যপালের হাত ধরে সেই সংঘাত এখন ইতিহাস। বরং অস্থায়ী রাজ্যপাল লা গনেশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভালো বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। প্রকাশ্যে কেউ কারও বিরোধিতাও করেননি এখনও পর্যন্ত ।

দু'জনের সম্পর্ক ঠিক কতটা গভীর তারই প্রমাণ মিলল অন্য একটি ঘটনায়। কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হয়েও মমতা এত ছোট বাড়িতে থাকেন দেখে খানিকটা অবাকই হয়েছিলেন রাজ্যপাল। নিজের সেই বিস্ময় চেপে রাখতে পারেননি । মুখ ফুটে বলেও ফেলেছিলেন সে কথা। এবার তিনি চেন্নাইতে রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রীকে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যাবেন মুখ্যমন্ত্রী (West Bengal CM is set to travel Chennai this November)।

নভেম্বরের শুরুতে রাজ্যপালের দাদার জন্মদিন। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর। এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী 2 নভেম্বর চেন্নাই যাচ্ছেন মমতা। রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগদানের পর ফিরবেন 3 নভেম্বর।

আগামী 5 নভেম্বর নবান্ন সভাঘরে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক রয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন বলে নবান্ন সূত্রে খবর। তার আগেই রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।

আরও পড়ুন: রাতে কালীঘাটে পুজো দিলেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.