ETV Bharat / state

বিজেপিতে যোগ দিলেন হিরণ

author img

By

Published : Feb 18, 2021, 2:25 PM IST

বিজেপিতে যোগ দিলেন হিরণ
বিজেপিতে যোগ দিলেন হিরণ

এবার তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । আজ কাকদ্বীপে অমিত শাহের হাত থেকে পতাকা তুলে নেন তিনি । হিরণ তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : গতকালই একঝাঁক চিত্রতারকা যোগদান করেছিলেন গেরুয়া শিবিরে । তৃণমূল কংগ্রেস শিবিরের অস্বস্তি বাড়িয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির কাকদ্বীপের সভাতে গেরুয়া শিবিরে যোগ দিলেন একদা তৃণমূলপন্থী চিত্রতারকা, হিরণ চট্টোপাধ্যায় ।

তৃণমূলে রীতিমতো গুরুত্ব ছিল হিরণের । তিনি ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি । বিজেপি সূত্রের খবর, এটাই শেষ নয়, আরও বহু নেতা এবং চিত্রতারকা ঘাসফুল ছেড়ে পদ্মফুলের আশ্রয় নেবে । এক বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী, শুধু একবার নির্বাচনের দিন ঘোষণা এবং প্রশাসন রাজ্য সরকারের হাত থেকে নির্বাচন কমিশনের হাতে আসার অপেক্ষা । যারা প্রশাসনিক হেনস্থার ভয়ে এখনও আসেননি, তাঁরাও দলে দলে যোগ দেবে গেরুয়া শিবিরে ।

ইতিমধ্যেই কিছু সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হিরণ । তাঁর বক্তব্য, তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি হওয়া সত্ত্বেও ভোটের আগে প্রচার ছাড়া আর কোনও গুরুত্বপূর্ণ কাজে তাঁকে ডাকা হত না । হিরণ অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তাঁকে অবহেলা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে জানিয়েও কোনও ফল হয়নি । এই ব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনও বক্তব্য আসেনি ।

আরও পড়ুন, ভারত সেবাশ্রম সংঘে শাহি আরতি, অমিতের বাংলা টুইটে রামকৃষ্ণ-শ্রীচৈতন্য

বুধবারই বিজেপিতে যোগ দিয়ে অভিনেতা যশ দাশগুপ্ত বলেন যে তিনি রাতারাতি এই সিদ্ধান্ত নেননি । তিনি বলেন, "বহুবার বিজেপির সঙ্গে আমার আলোচনা হয়েছে । তারপর এই সিদ্ধান্ত । কোনও পরিবর্তন আনতে চাইলে সিস্টেমের ভিতরে থেকেই তা করতে হয় । বিজেপি সব সময় বলেছে, যুব সম্প্রদায় পরিবর্তন আনতে পারে সমাজে । রাজ্যের বহু জায়গায় অনেক শো করি আমরা । সেই সূত্রে বিজেপির হাত ধরে প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে পারব । পদ নিয়ে ঘরে বসে থাকতে চাই না । ভালোভাবে কাজ করতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.