ETV Bharat / state

শোভন-বৈশাখির দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ, কী বললেন পায়েল ?

author img

By

Published : Mar 15, 2021, 11:50 AM IST

বেহালা পূর্ব বরাবরই শোভন চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ৷ তাই এখান থেকে প্রার্থী হওয়ার প্রত্যাশা তো ছিলই শোভনের ৷ আশাবাদী ছিলেন তাঁর বান্ধবী বৈশাখিও ৷ কিন্তু, প্রার্থী তালিকার ঘোষণা সব আশায় জল ঢেলে দেয় ৷ প্রার্থী ঘোষণার পরেই ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগরে দেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ দলছাড়ার ইচ্ছাপ্রকাশ করে দিলীপ ঘোষকে চিঠি দেন ৷ যদিও বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার এইসব বিষয়ে ভাবতে চাইছেন না ৷ নিজের কাজটাই ভালোভাবে করতে চাইছেন ৷

শোভন-বৈশাখীর দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ, কী বললেন পায়েল?
শোভন-বৈশাখীর দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ, কী বললেন পায়েল?

কলকাতা, 15 মার্চ : ভোটের ময়দানে এখন প্রধান মুখ তারকা প্রার্থীরা ৷ ঘাসফুল হোক কিংবা পদ্ম শিবির ৷ তারকা প্রার্থীদের সামনে রেখেই এবার ময়দানে নেমে পড়েছে দুই দলই ৷ ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক সেলেব জায়গা করে নিয়েছেন ৷ ভোটের প্রচারও জোরকদমে শুরু করে দিয়েছেন তাঁরা ৷ এর মধ্যেই গতকাল তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বড় চমক দিল বিজেপি ৷ প্রত্যাশামতো তাদের প্রার্থী তালিকায় নাম রয়েছে একাধিক তারকার ৷ কিন্তু, প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এখন রাজ্য-রাজনীতিতে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রটি ৷ তৃণমূলের তরফে এখানে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে ৷ শোনা যাচ্ছিল বিজেপির তরফে বেহালা পূর্ব থেকে প্রার্থী করা হবে শোভন চট্টোপাধ্যায়কে ৷ কিন্তু, সেই জায়গায় প্রার্থী করা হল অভিনেত্রী পায়েল সরকারকে ৷ যার জেরে ক্ষুব্ধ শোভন-বৈশাখি ইতিমধ্যেই দল ত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে ৷ পায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি ৷ জানিয়ে দিয়েছেন, পুরোটাই দলের সিদ্ধান্ত ৷

রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পর থেকে জল্পনা চলছিল এবারে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে মূলত স্বামী-স্ত্রীর লড়াই হতে চলেছে ৷ বেহালা পূর্ব বরাবরই শোভন চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ৷ তাই এখান থেকে প্রার্থী হওয়ার প্রত্যাশা তো ছিলই শোভনের ৷ আশাবাদী ছিলেন তাঁর বান্ধবী বৈশাখিও ৷ কিন্তু, প্রার্থী তালিকার ঘোষণা সব আশায় জল ঢেলে দেয় ৷ প্রার্থী ঘোষণার পরেই ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগরে দেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ তবে একবারের জন্যও দলের নাম লেখেননি তিনি ৷ তোলেননি প্রার্থীতালিকা ঘোষণার কথাও ৷ বদলে ঘুরিয়ে অথচ স্পষ্ট ভাষায় দেন বঞ্চনা ও ষড়যন্ত্রের ইঙ্গিত ৷ বন্ধু শোভনের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘‘তুমি চিরকাল আমার আইকন থাকবে ৷ আজকের এই অপমান আমাদের উদ্দীপনাকে ছুড়ে ফেলতে পারবে না ৷ আমরা লড়াই করব এবং জিতে ফিরব ৷ ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা বেশিদিন টেকে না ৷ বেহালা পূর্বের মানুষ তোমাকে ভালোবাসে ৷ আর এটাই তোমার সবথেকে বড় শক্তি ৷’’ এর কিছুক্ষণের মধ্যেই দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখি ৷

শোভন-বৈশাখীর দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ নিয়ে কী বললেন পায়েল সরকার ? জেনে নিন

আরও পড়ুন,পদ্মবন ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে চিঠি শোভন-বৈশাখীর

তবে এই সমস্ত দিকে মাথা ঘামাতে চান না অভিনেত্রী পায়েল সরকার । মোদিজির সোনার বাংলা গড়ার কারিগর হতে চান পায়েল । পাশাপাশি, তাঁর কেন্দ্রে যেসব সমস্যা রয়েছে সেগুলিকে সমাধান করতে চাইছেন পায়েল । মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানবেন ৷ দুই একদিনের মধ্যেই প্রচারে নামবেন বলে জানিয়েছেন পায়েল ৷

তাঁর মতে, রাজনীতিতে একঝাঁক তারকা নয়, যুবসমাজ রাজনীতিতে এগিয়ে এসেছে ৷ সেটা একটা ভালো দিক ৷ মানুষের সঙ্গে তাঁরা কাজ করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.