ETV Bharat / state

ফের বদল, 2 ও 9 তারিখ সম্পূর্ণ লকডাউন নয় রাজ্যে

author img

By

Published : Jul 28, 2020, 4:29 PM IST

Updated : Jul 28, 2020, 11:43 PM IST

মমতা
মমতা

16:24 July 28

কলকাতা, 28 জুলাই : বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, 31 অগাস্ট পর্যন্ত শনি ও রবিবার করে এই লকডাউন চলবে। বখরি ইদ ও স্বাধীনতা দিবস শনিবার হওয়ায় সম্পূর্ণ লকডাউন থাকবে না । রাখির দিনও সম্পূর্ণ লকডাউন থাকছে না । অগাস্ট মাসে 9 দিন সম্পূর্ণ লকডাউন থাকবে বলে ঘোষণা করা হয় । কিন্তু, রাতেই ফের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইটে জানিয়ে দেওয়া হয় 2 ও 9 তারিখ সম্পূর্ণ লকডাউন থাকছে না ।

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  "এবার 31 অগাস্ট পর্যন্ত প্রতি সপ্তাহে দু'দিন করে লকডাউন থাকবে । লকডাউনের জন্য শনি ও রবিবারকে বেছে নেওয়া হয়েছে । তবে সামনে বখরি ইদ, রাখি ও স্বাধীনতা দিবস রয়েছে । তাই সূচিতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে । " মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী লকডাউনের নির্ধারিত দিন 2,5,8,9, 16,17,,23,24 ও 31 অগাস্ট লকডাউন হবে । যেহেতু 1 অগাস্ট ইদ ও 3 অগাস্ট রাখি, তাই সেই সপ্তাহে রবিবারের পর বুধবার অর্থাৎ 5 তারিখ লকডাউন হচ্ছে । এরপর 8, 9 যথাক্রমে শনি ও রবিবার লকডাউন । আবার 15 তারিখ স্বাধীনতা দিবস থাকায় সেই সপ্তাহে 16 ও 17 অর্থাৎ রবিবার ও সোমবার লকডাউন থাকবে । এরপর 23,24 ও শেষে 31 অগাস্ট লকডাউন থাকবে ।  

আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  5 সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সপ্তাহে নির্দিষ্ট দিনে খোলার পরিকল্পনা রয়েছে । তবে আপাতত এনিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে না । তিনি আরও জানান দিন কয়েকের মধ্যেই অ্যান্টিজেন টেস্ট শুরু হবে । সংক্রমণের হার যেখানে সর্বোচ্চ, সেইরকম আটটি জেলায় আটজন IAS সিনিয়র অফিসারকে নিযুক্ত করা হচ্ছে । এই অফিসারদের তত্ত্বাবধানে জেলাগুলিতে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় কাজ চলবে । এরা সেফ হোম টিম, ডেডবডি ডিসপোজাল অ্যান্ড ক্রিমেশন টিম, টেস্টিং টিম সহ একাধিক টিমের দায়িত্বে থাকবেন । পাশাপাশি 24x7 বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । 

Last Updated : Jul 28, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.