ETV Bharat / state

হটস্পট জ়োন থেকে রাজ্যে বিমান নয় : মমতা

author img

By

Published : Jun 30, 2020, 6:32 PM IST

Updated : Jun 30, 2020, 8:50 PM IST

রাজ্য সরকারের আবেদন, হটস্পট জ়োন থেকে যেন বিমান প্রবেশ না করে রাজ্যে । এনিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব ।

মমতা
মমতা

কলকাতা, 30 জুন : আপাতত হটস্পট জ়োন থেকে রাজ্যে কোনও বিমান প্রবেশ করবে না । 6 জুলাই থেকে দেশের মোট আট রাজ্য থেকে বিমান যেন পশ্চিমবঙ্গে না ঢোকে । এই দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হল কেন্দ্রে । নবান্নে সাংবাদিক বৈঠকে আজ একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান, অন্যান্য জায়গাগুলি থেকে যাতে সপ্তাহে একদিন করে বিমান ঢোকে রাজ্যে, সেই বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে ।

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "15 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে । দেশে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চলছে । তবে এক্ষেত্রেও একটি পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার । তা নিয়ে ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। আমাদের আবেদন, আগামী দু'সপ্তাহ পর্যন্ত হটস্পট জ়োন থেকে যেন কোনও বিমান না ঢোকে রাজ্যে । অন্যান্য জায়গা থেকে বিমান রাজ্যে প্রবেশ করতে পারে । তবে, তা যেন সপ্তাহে একদিন করে হয় ।" এক্ষেত্রে রাজ্যের মধ্যে বিমান চলাচল নিয়ে কোনও সমস্যা নেই । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মধ্যে অর্থাৎ শিলিগুড়ি বা অন্ডাল থেকে বিমান ওঠা-নামার ক্ষেত্রে কোনও বিধি-নিষেধ থাকছে না ।

কেন্দ্র সরকারের কাছে রাজ্যের আবেদন, জুলাই মাসের 6 তারিখ থেকে দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ ও সুরাত এই আটটি শহর থেকে আসা বিমান যাতে রাজ্যে প্রবেশ না করে । এবং এই নিয়ম কার্যকরী করতে কেন্দ্র যেন দ্রুত পদক্ষেপ করে ।

মেট্রো রেল পরিষেবা নিয়েও স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব । এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতায় মেট্রো পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ । মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে । যাঁরা জরুরি পরিষেবায় যাতায়াত করেন, তাঁদের জন্যও সমস্যা হচ্ছে । আমাদের আবেদন, সীমিত সংখ্যা নিয়ে যদি পরিষেবা চালু করা যায় । এতে ভিড় কিছুটা কমবে । মেট্রোয় কিছু সংখ্যক মানুষ গেলে, বাকি মানুষজনকে সরকারি বাসে পাঠানোর ব্যবস্থা করা সহজ হবে ।"

Last Updated : Jun 30, 2020, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.