ETV Bharat / state

রাজ্যে পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী দরকার : সোমেন মিত্র

author img

By

Published : May 13, 2020, 1:10 PM IST

ছবি
ছবি

রাজ্যই বিরোধীদের সঙ্গে অসহযোগিতা করছে । বিরোধীদের কোনও পরামর্শ গ্রহণ করছে না । এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । পাশাপাশি একাধিক ইশুতে সরবও হলেন তিনি ।

কলকাতা, 13 মে : শাসকদলের তরফে অনেক সময়ই বলা হচ্ছে, কোরোনা পরিস্থিতিতে রাজনীতি করবেন না । একসঙ্গে কাজ করুন । এই সময়ে মানুষের পাশে থাকুন । রাজ্যের শাসক দল এমন বললেও আদতে তারাই রাজনীতি করছে বলে অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস । রেশন দুর্নীতি, ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোসহ একাধিক ইশুতে সরব হয়ে সোমেন মিত্র বলেন, "এখনও বেশ কিছু বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয় । বিরোধীদের সহযোগিতার কথা বলা হলেও, তাদের কোনও পরামর্শ গ্রহণ করা হচ্ছে না । তাই রাজ্য সরকার যেন আরও বেশি মানবিক হয় । আমাদের আবেদন, এই পরিস্থিতিতে বিরোধীদের পদক্ষেপ, পরামর্শকে স্বাগত জানান ।"

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে একাধিক চিঠি দিয়েছে প্রদেশ কংগ্রেস । কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর আসেনি । এনিয়ে হতাশ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তাঁর বক্তব্য, "বিরোধীরা রাজনীতি করছে না । রাজ্য সরকার বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতার কথা বারবার বলছে । অথচ বিরোধীরা কোনও পরামর্শ দিলে, তা মানা হচ্ছে না । এমনকী বিভিন্ন বিষয়ে আলোচনার স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেও, সেই চিঠির কোনও সদুত্তর মেলেনি ।"

রবিবার রাজারহাট এবং নিউটাউনে আটকে থাকা 35 জন শ্রমিককে অসম ও মেঘালয়ে নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে । এর জন্য বাস ভাড়া দেওয়া হয়েছে দেড় লাখ টাকা । বিষয়টি জানিয়ে সোমেন মিত্র বলেন, "এখন রাজনীতি করার সময় নয় । সরকারকে সেজন্য সমর্থন করছি আমরা । তা বলে সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করা যাবে না ? আমাদের দলের সভানেত্রী সোনিয়া গান্ধি জানিয়েছেন, ভিনরাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য কংগ্রেস তাঁদের ব‍্যয়ভার বহন করবে । অথচ শ্রমিকদের প্রায় 900 টাকার কাছাকাছি ভাড়া দিয়ে কর্নাটক থেকে এরাজ্যে ফিরতে হচ্ছে । কেন্দ্রীয় সরকার যদি শ্রমিকদের ফিরে আসার জন্য 85 শতাংশ ভাড়া দেয়, প্রদেশ কংগ্রেস বাকি 15 শতাংশ ভাড়া দিয়ে দেবে । পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার করে কোনও কথা বলছে না ।" রেশন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর মত, "রাজ্যে ভয়ঙ্করভাবে রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে । মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে দুর্নীতি আটকানোর চেষ্টা করছেন । খাদ্যমন্ত্রীর উপর পুরো দায় বর্তায় এটার । কেবলমাত্র খাদ্যসচিবকে সরিয়েই এই সমস্যার সমাধান হবে না ।"

রেশন দুর্নীতি, শ্রমিক ইশুর পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও শাসক দলকে কটাক্ষ করেন সোমেন মিত্র । পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রীর দাবি জানান তিনি । বলেন, "মুখ্যমন্ত্রীত্ব চালানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর চালাতে পারেন না । বিজ্ঞানসম্মতভাবে এতটা দায়িত্ব সামলানো যায় না । তাই পূর্ণ সময়ের একজন স্বাস্থ্যমন্ত্রী দরকার । স্বাস্থ্য সচিবকে সরানো হয়েছে । কেবল সরালেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার । কারণ স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি প্রদেশ কংগ্রেস আগেই করেছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.