ETV Bharat / state

কোরোনা সংক্রমণের থেকেও দ্রুত গতিতে কাজ করছে রাজ্য : রাজীব সিনহা

author img

By

Published : Jul 18, 2020, 7:06 PM IST

রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব রাজীব সিনহা । সেখানে তিনি বলেন, কোরোনা মোকাবিলায় রাজ্য প্রস্তুত । আতঙ্কের কোনও কারণ নেই ।

রাজীব সিনহা
রাজীব সিনহা

কলকাতা, 18 জুলাই : কোরোনার থেকেও বেশি গতিতে কাজ চলছে । আমরা প্রস্তুত রয়েছি । আজ নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামীদিনে সংক্রমণ আরও বাড়বে ৷ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ আজ সেই একই সুর শোনা গেল মুখ্যসচিবের গলায় । কোরোনা পরিস্থিতি মোকাবিলায় কোথাও যেন অনেকটাই আত্মবিশ্বাসী তিনি । তাঁর কথায়, "আগামী তিন-চার সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়বে । তবে আতঙ্কের কোনও কারণ নেই । সংক্রমণের থেকে বেশি গতিতে কাজ করছি আমরা । কোরোনার থেকে বেশি গতি আমাদের । আমরা প্রস্তুত রয়েছি । সমস্ত ব্যবস্থা করা হয়েছে । অনেক বেসরকারি সংস্থাও আমাদের সঙ্গে একযোগে কাজ করছে । তাই বলছি, আগামী তিন-চার সপ্তাহে কোনও সমস্যা হবে না ।"

নবান্নে সাংবাদিক বৈঠকে রাজীব সিনহা

কোরোনা মোকাবিলায় রাজ্যে পরিকাঠামো দিন দিন আরও মজবুত হয়ে উঠছে । সমস্ত ব্যবস্থাও করা হচ্ছে । আজ একথা জানান রাজীব সিনহা । তাঁর বক্তব্য, "আমাদের 24x7 টেলি সার্ভিস রয়েছে । পাশপাশি কোভিড ম্যানেজমেন্ট টিম, ডাটা অ্যানালিসিস টিম, কোভিড বেরিয়ারস ক্লাবও একসঙ্গে লড়াই করছে । এই কোভিড বেরিয়ারস ক্লাব দেখছেন মহুয়া বন্দ্যোপাধ্যায় । বর্তমানে এই ক্লাবে 700 জন সদস্য রয়েছে, যাঁরা কোরোনা পরিস্থিতিতে কাজ করছে ।"তিনি আরও বলেন, "পরিস্থিতির পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই মুহূর্তে সংক্রমণ সবচেয়ে বেশি শহর ও শহরতলি এলাকায় । তাই কলকাতা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিকে একটি ইউনিট হিসেবে দেখা হচ্ছে । আলাপন বন্দ্যোপাধ্যায়কে কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে । উত্তর 24 পরগনার দায়িত্বে রয়েছেন মনোজ পাল। "

রাজ্যে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, "WHO যে পরিমাণ টেস্টিংয়ের কথা বলছে , তার থেকে বেশি টেস্টিং হয়েছে । আমরা এখন যে পরিমাণ টেস্ট করছি, একমাসের মধ্যে তা আরও বাড়ানো হবে । যত টেস্টিং হবে, তত কেস বেরোবে । তাই একটা আতঙ্কের কারণ রয়েছে । তবে বিষয়টিকে বিস্তারিতভাবে জানুন । সবকিছু খতিয়ে দেখুন । ভয় পাওয়ার কারণ নেই । প্রয়োজনে বৃহত্তর ক্ষেত্রে ছবিটা দেখুন । পশ্চিমবঙ্গের এত বড় 10 কোটি জনসংখ্যায় 1900 জন রয়েছেন, যাঁরা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন । "

নতুন করে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । এবিষয়ে মুখ্যসচিব বলেন, "হোম আইসোলেশন সার্ভিসের জন্য টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । নম্বরটি হল 1800313444222 । পাশপাশি সেফ হোম টিম রয়েছে । সৌমিত্র মোহন এই টিমকে দেখছেন । সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে । এই সবকিছুর পাশাপাশি মৃতদেহগুলির শেষকৃত্য ও সঠিক ব্যবস্থা করার জন্য বিনোদ কুমারকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে । "

তবে লকডাউন নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই রাজ্যের । এবিষয়ে মুখ্যসচিব বলেন, "কনটেইনমন্ট জ়োনে লকডাউন থাকবে । কড়া নজরদারি চলবে । তবে আপাতত রাজ্যে পুরো লকডাউন বা নতুন করে কোনও লকডাউন জারি করা হবে না ।"

মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তব্যের মতো আজ খানিকটা একই সুরে কথা বললেন রাজীব সিনহা । তবে যে হারে সংক্রমণ ক্রমবর্ধমান । ক্রমহ্রাসমান সুস্থতার হার । তাতে কোথাও যেন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে । পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞদের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.