ETV Bharat / state

প্রাথমিক স্তরে সাইবার ক্রাইমের পাঠ দিতে উদ্যোগী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর

author img

By

Published : Jan 26, 2021, 1:42 PM IST

প্রাথমিক স্তরে সাইবার ক্রাইমের পাঠ দিতে উদ্যোগী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর
প্রাথমিক স্তরে সাইবার ক্রাইমের পাঠ দিতে উদ্যোগী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর

পাঠ্য পুস্তকের মাধ্যমে নয় ডিজ়িটাল মারফত সাইবার ক্রাইম সম্পর্কে অবগত করতে উদ্যোগী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । চার ঘণ্টার ভিডিয়ো তৈরি করা হয়েছে প্রথমে প্রাথমিক স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ।

কলকাতা, 26 জানুয়ারি : সপ্তম শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্কিংয়ের পাঠ দিতে আগেই উদ্যোগী হয়েছিল রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর । এবার প্রাথমিকের পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে সচেষ্ট হয়েছে দপ্তর । তবে, পাঠ্য পুস্তকের মাধ্যমে নয় । শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমেই পড়ুয়াদের সচেতনতার পাঠ দিতে চায় স্কুল শিক্ষা দপ্তর ।

গত বছর ডিসেম্বর মাসেই জানা গেছিল, সপ্তম শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্কের পাঠ দিতে স্বাস্থ্য ও শরীরশিক্ষা পাঠ্যপুস্তকের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে একটি অধ্যায় । সেখানে কী করে খুলতে হয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কীভাবে টাকা লেনদেন করতে হয়, সেই সম্পর্কে বলা হয়েছে । ওই সময়ই সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছিলেন, ব্যাঙ্কিংয়ের পাঠের পাশাপাশি কী করে পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা যায় সে বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে । সেই প্রসঙ্গেই সম্প্রতি অভীক মজুমদার বলেন, "প্রাথমিক স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আমরা চার ঘণ্টার একটি ভিডিয়ো তৈরি করেছি । যা পশ্চিমবঙ্গজুড়ে সকল শিক্ষক-শিক্ষিকার মধ্যে বিতরণ করা হচ্ছে । তাতে আমরা একটা আধ ঘণ্টার স্লট রেখেছি সাইবার ক্রাইম এবং পড়ুয়াদের উপর তার প্রভাব নিয়ে ।"

শিক্ষকরা এই সম্পর্কে কী কী শেখাবেন পড়ুয়াদের ?

জানা গেছে, পাসওয়ার্ড যেন কোনও অপরিচিত মানুষকে না জানায় । কোনও গোপন তথ্য যেন কারও সঙ্গে না শেয়ার না করে । অপরিচিত মানুষের কাছ থেকে আবেদন এলে সেটা যেন বিবেচনা না করে । আপত্তিকর কোনও ছবি বা কিছু পেলেই যেন শিক্ষক-শিক্ষিকাদের জানায় । ডিভাইস বা টুল ব্যবহারের সময় যেন তাঁরা সতর্ক থাকেন তাঁরা যেন কোনও সাইবার ক্রাইমের ফাঁদে না পড়েন । প্রথমে প্রাথমিকের পড়ুয়াদের দিয়ে শুরু করলেও ধাপে ধাপে সব পড়ুয়াদের মধ্যেই সচেতনতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের ।

আরও পড়ুন : পড়ুয়াদের বাড়িতে শঙ্খ বাজিয়ে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালন করতে বলল শিক্ষা দপ্তর

অভীক মজুমদার বলেন, "সাইবার ক্রাইম প্রাথমিক স্তরের শিক্ষকদের আগে শিখিয়েছি টিচার্স ট্রেনিং প্রোগ্রামে । তাঁরা গিয়ে পড়ুয়াদের শেখাবেন । আমরা আগামীদিনে এই সচেতনতা আরও বাড়াব । ধাপে ধাপে সব স্তরের পড়ুয়াদেরকেই এই সচেতনতার পাঠ দেওয়া হবে । উচ্চস্তরের ক্লাসগুলির ক্ষেত্রে আরও অনেককিছু সম্পর্কেই জানাতে হবে । সেটা কীভাবে করব সেটা দেখছি । বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি ।"

তবে, এতদিন টিচার্স ট্রেনিং প্রোগ্রাম সরাসরি দেওয়া হতো শিক্ষক-শিক্ষিকাদের । তার পরিবর্তে ভিডিয়ো তৈরি করে বিতরণের পিছনে একদিকে যেমন কোরোনা অতিমারি একটা কারণ, তেমনি 'চাইনিজ হুইসপার'র মতো বিষয় ঘটার আশঙ্কাও একটা কারণ বলে জানা যাচ্ছে । অভীক মজুমদার বলেন, "ট্রান্সমিশন লস হচ্ছিল । আমরা একটা পড়াচ্ছি । তাঁরা গিয়ে পড়াচ্ছে । বাচ্চারা শিখছে । সেটা চাইনিজ হুইসপারের মতো হয়ে যাচ্ছিল । তাই আমরা চাইছিলাম যে একেবারে আসলটাই তাঁদের কাছে যাক কোনও ট্রান্সমিশন লস ছাড়াই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.