ETV Bharat / state

Jagdeep Dhankar on VC appointment : বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আইনসম্মত নয়, মমতাকে আক্রমণ রাজ্যপালের

author img

By

Published : Dec 30, 2021, 11:02 AM IST

রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার আইন মানেনি ৷ আচার্যের অনুমোদন ছাড়াই নিয়োগ হয়েছে ৷ এটা আইন বিরুদ্ধ, টুইট করলেন জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankar tweets on VCs appiontment by Mamata Banerjee Government) ৷

WB Governor Jagdeep Dhankar
রাজ্যপাল জগদীপ ধনকড়

কলকাতা, 30 ডিসেম্বর : আইন না মেনে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সাত সকালে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে রাজ্যপাল 24 টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন (WB Governor Jagdeep Dhankar tweets on VCs appiontment by Mamata Banerjee Government) ৷

জগদীপ ধনকড় তাঁর টুইটারে লিখেছেন, "24টি বিশ্ববিদ্যালয়ে আইন না মেনে উপাচার্য নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এ বিষয়ে আচার্য, যিনি নিয়োগ কর্তা, তাঁর অনুমোদন নেওয়া হয়নি ৷ নির্দিষ্ট কোনও আদেশ ছাড়াই এই নিয়োগ হয়েছে ৷ এই নিয়োগ কোনও ভাবে আইনি সম্মত নয় ৷ আর দ্রুত প্রত্যাহার না করা হলে এ নিয়ে পদক্ষেপ করতে বাধ্য হব ৷"

  • VCs of 24 Universities appointed @MamataOfficial in disregard of law.

    These are ex facie in defiance of specific orders or without approval by Chancellor-the Appointing Authority.

    These appointments carry no legal sanction and would be forced to take action unless soon recalled pic.twitter.com/hwX6dWzcSP

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jagdeep Dhankhar Tweets : সিনিয়র কনসালট্যান্টস পদে নিয়োগের বিস্তারিত জানতে চেয়ে টুইট রাজ্যপালের

টুইটে তিনি 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি তালিকাও পোস্ট করেছেন ৷ এই তালিকায় নাম রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৷ প্রায় প্রত্যেক দিন একের পর এক বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন রাজ্যপাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.