ETV Bharat / state

U19 Bengal Girls will be Feted: রিচা, তিতাস ও হৃষিতাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

author img

By

Published : Jan 30, 2023, 7:06 PM IST

U19 Bengal Girls to be Feted ETV BHARAT
U19 Bengal Girls to be Feted

রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসুকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার (U19 Bengal Girls to be Feted) ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

কলকাতা, 30 জানুয়ারি: অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েরা ৷ সেই দলের প্রথম একাদশের সদস্য ছিলেন বাংলার রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু (WB Government to Felicitate Bengal Girls from India U19 Womens Squad) ৷ বাংলার তিন মেয়েকে বিশ্বজয়ের জন্য পুরস্কৃৃত করবে রাজ্য সরকার ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্রীড়া দফতরের তরফে ৷ উল্লেখ্য, বাংলার তিন মেয়েকে আগেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দলের বাঙালি কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করবে রাজ্য সরকার ৷ জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে রিচা, তিতাস, হৃষিতা এবং বোলিং কোচ রাজীব দত্তকে 5 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করবে ক্রীড়া দফতর ৷ পাশাপাশি, তাঁরা রাজ্যে ফেরার ফিরলে সকলকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার ৷ উল্লেখ্য, রবিবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে 7টা নাগাদ দক্ষিণ আফ্রিকার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতারা ৷

অনূর্ধ্ব-19 ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন ছিলেন শেফালি ভার্মা ৷ তাঁর নেতৃত্বে ভারত এই টুর্নামেন্টে শুরু থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করে এসেছে ৷ শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা সফল হননি ৷ তবে, বাকি সব ম্যাচে দাপট দেখান শেফালিরা ৷ ফাইনালেও সেই দাপট বজায় রেখেছিলেন ভারতের মেয়েরা ৷ মাত্র 68 রানে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 মহিলা ব্রিগেডকে অল-আউট করেন তিতাস-সাধুরা ৷

এই ম্যাচে তিতাসের বোলিং অ্যাভারেজ ছিল অসাধারণ ৷ 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তিনি ম্যাচের সেরা ঘোষিত হন ৷ পাশাপাশি, অর্চনা দেবী এবং পর্শভী চোপড়া 2টি করে উইকেট পেয়েছেন ৷ 1টি করে উইকেট নিয়েছেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা এবং সোনাম যাদব ৷ ভারতীয় বোলারদের পাশাপাশি, ব্যাটাররাও এদিন দাপট দেখিয়েছেন মাঠে ৷

আরও পড়ুন: অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য বালটিকুরির হৃষিতা, খুশির জোয়ার পরিবারে

টুর্নামেন্টে ভারতের সেরা ব্যাটার শ্বেতা সেরাওয়াত রবিবারের ম্যাচে মাত্র 5 রানে আউট হয়ে যান ৷ অধিনায়ক শেফালি 11 বলে 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন ৷ এর পর তৃতীয় উইকেটে সৌম্য তিওয়ারি (24 রানে অপরাজিত) এবং গন্ডাই তৃষা (24) 46 রানের পার্টনারশিপ করেন ৷ তৃষা আউট হওয়ার আগে ভারত 66 রানে পৌঁছে গিয়েছিল ৷ তখনও 43 বলে ভারতের মেয়েদের 3 রান করতে হত ৷ 14 ওভারে সেই রান তুলে নেন সৌম্য তিওয়ারি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.