ETV Bharat / state

মিষ্টি, ফুলের তোড়া,প্রেমপত্রে শাহের সভার অভিনব প্রতিবাদ

author img

By

Published : Mar 1, 2020, 8:13 AM IST

আজ শহরে আসবেন অমিত শাহ ৷ তাই দিল্লির ঘটনা নিয়ে প্রতিবাদ দেখানোর জন্য এক অভিনব রাস্তা বেছে নিলেন একটি অরাজনৈতিক সংগঠন ৷ ফুলের তোড়া, মিষ্টি ও একটি প্রেমপত্র দিয়ে বিক্ষোভ দেখাবে বলে ETV ভারতকে জানালেন We the people সংগঠনের প্রধান ওয়ালি রহমানি ।

p
ছবি

কলকাতা, 1 মার্চ : আজ শহরে অমিত শাহ ৷ শহিদ মিনারে সভা করবেন তিনি ৷ একদিকে যখন দিল্লির ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা দেশ, তখনই অমিত শাহকে ঘিরে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখতে প্রস্তুত একটি অরাজনৈতিক সংগঠন । ফুলের তোড়া, মিষ্টি ও একটি প্রেমপত্র দিয়ে এই সংগঠন বিক্ষোভ দেখাবে বলে ETV ভারতকে জানালেন সংগঠনের প্রধান ওয়ালি রহমানি ।

We the people (উই দ্য় পিপল) সংগঠনের তরফে জানানো হয়েছে আজ বেলা 11টার সময় তাঁরা সর্ব ধর্ম নির্বিশেষে রামলীলা ময়দানে শান্তিপূর্ণ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন । একদিকে যখন শহিদ মিনার থেকে চলবে অমিত শাহর বক্তৃতা, তখনই অন্যদিকে রামলীলা ময়দান থেকে সংগঠনের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রাখবেন এবং এগিয়ে যাবেন শহিদ মিনারের দিকে । পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হলে তাঁরা সেখানেই থেকে যাবেন বলে জানা গিয়েছে । তবে তাঁদের 10 সদস্যের একটি দল অমিত সাহার বৈঠকে গিয়ে তাঁকে ওই তিনটি জিনিস উপহার দেবেন বলে জানান রহমানি ।

দেখুন ভিডিয়ো

সংগঠনের এক যুবনেতা ওয়ালি রহমানি বলেন, "অমিত শাহ যেখানেই গেছেন সেখানেই রাজনৈতিক অশান্তি তৈরি করেছেন ৷ অন্য রাজ্যকে দেখিয়ে দিতে হবে যে বাংলায় এসে তিনি হেট পলিটিক্স করতে পারবেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.