ETV Bharat / state

Anurag Thakur: পঞ্চায়েত ভোট আসতেই মমতা দিদির বাংলা জ্বলছে, তোপ অনুরাগের

author img

By

Published : Jun 12, 2023, 2:01 PM IST

Updated : Jun 12, 2023, 2:36 PM IST

Anurag Thakur
Anurag Thakur

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে ৷ সোমবার হিমাচল প্রদেশ থেকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বাংলায় এই হিংসার দায় বিজেপির এই নেতা চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপরই ৷

কাংরা (হিমাচল প্রদেশ), 12 জুন: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ আসতে শুরু করেছে ৷ আর এই নিয়ে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বাংলায় এই হিংসার দায় তিনি চাপিয়েছেন মমতার দল তৃণমূল কংগ্রেসের উপরই ৷

সোমবার হিমাচল প্রদেশের কাংরায় এক জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপির অনুরাগ ঠাকুর ৷ সেখানে তিনি বলেন, ‘‘সেই বাংলা যেখানে মমতা দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সরকার রয়েছে, সেই বাংলা জ্বলছে ৷ সেই সঙ্গে জ্বলছে বাংলার অস্মিতা, বাংলার পরিচয়, বাংলার নাম ৷ আর জ্বালানোর কাজ করছে মমতা দিদি ও তাঁর লোকেরা ৷’’

এর পর বাংলার অতীতের প্রসঙ্গ টেনে আনেন মোদির মন্ত্রিসভার এই সদস্য ৷ তাঁর কথায়, সেই বাংলা যা এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দর নামে পরিচিত ছিল ৷ সেই বাংলার নাম এখন বদনাম হচ্ছে ৷ হিংসা, তুষ্টিকরণ, অরাজকতা, দুর্নীতি বাংলার নিউ নরম্যাল হয়ে গিয়েছে ৷’’

  • #WATCH | Kangra, Himachal Pradesh | Mamata Didi's Bengal is burning. Violence and corruption are the new normal in Bengal. Violence has increased ahead of the upcoming Panchayat Elections. Bengal is known for 'cash for job': Union Minister Anurag Thakur pic.twitter.com/1JqdAhLNuL

    — ANI (@ANI) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি বলেন, ‘‘ওখানে পঞ্চায়েত ভোট আসতেই সেখানে সাধারণ মানুষের উপর হিংসা শুরু হয়েছে ৷ এখানে নাড্ডাজি (বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা) এলেন, আপনার ফুল দিয়ে স্বাগত জানালেন ৷ ওখানে হিংসার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে ৷’’

হিংসা ছাড়াও বাংলায় যে এখন একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে, সেই নিয়েও মুখ খুলেছেন অনুরাগ ৷ বলেছেন, ‘‘বাংলা কাটমানির জন্য পরিচিত হয়েছে ৷ এখন নগদের বদলে চাকরির জন্য পরিচিত হয়েছে ৷ সাফাই কর্মচারীর চাকরি জন্য চার লক্ষ টাকা দিয়ে দাও, ক্লার্কের চাকরির জন্য পাঁচ লক্ষ টাকা দিয়ে দাও ৷’’

নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি মমতার সঙ্গে তুলনা টেনেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবেরও ৷ লালুর বিরুদ্ধে যে জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গই টেনে আনেন তিনি ৷ ইউপিএ আমলে কেন্দ্রে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ তার পরই দাবি করেন, গত 9 বছরে মোদি সরকারের আমলে কেন্দ্রে সৎ সরকার রয়েছে ৷ দুর্নীতির কোনও অভিযোগ নেই ৷’’

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন পিছোতে চাইছে হাইকোর্ট, রাজ্যের অনুমতি ছাড়া সম্ভব নয় বলে জানাল কমিশন

Last Updated :Jun 12, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.