ETV Bharat / state

75 Years of Independence স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

author img

By

Published : Aug 14, 2022, 11:48 AM IST

মুরারিপুকুর বাগান বাড়ি থেকে আলিপুর বোমা মামলায় ধৃত বিপ্লবীদের নামাঙ্কিত ফলক করে স্বাধীনতার ৭৫ বছরে জানানো হলো শ্রদ্ধা ৷ আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে উদ্যোগ নিলেন স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী (75 years of Independence by Imprinted Name Plate)।

75 Years of Independence
স্বাধীনতার ৭৫ বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক করে শ্রদ্ধাজ্ঞাপন

কলকাতা, 14 অগস্ট: আলিপুর বোমা মামলায় ব্রিটিশ পুলিশ মুরারিপুকুরের বাড়ি থেকে বিপ্লবী উল্লাসকর দত্ত, বারিন ঘোষ-সহ 21 জনকে গ্রেফতার করেছিল 75 years of Independence by Imprinted Name Plate। স্বাধীনতা সংগ্রামীদের যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল সেই বাড়ির অস্তিত্ব আজ আর নেই । তবে স্বাধীনতার 75 বছরে স্বাধীনতা সংগ্রামীদের গৌরবময় ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নিলেন স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী । তৈরি করলেন বিপ্লবীদের নামে স্মৃতি ফলক ।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই আলিপুর বোমা মামলা । মুজফ্ফরপুরে বোমা মেরে তিনজনকে হত্যা করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু । তারপরেই এই মামলা । 32 নম্বর মুরারিপুকুর বাগান বাড়ি থেকে বোমার কারখানার খোঁজ পান ব্রিটিশ পুলিশ । 21 মে 1908 সালে এই মামলা শুরু হয় । 1909 সালের মে মাসে রায় ঘোষণায় উল্লাসকর দত্ত, বারীন ঘোষকে মৃত্যুদণ্ডর নির্দেশ দেওয় হয়েছিল । পরে আবেদনের ভিত্তিতে যাবজ্জীবন দ্বীপান্তরের নির্দেশ দেওয়া হয় ।

স্বাধীনতার ৭৫ বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক করে শ্রদ্ধাজ্ঞাপন

আরও পড়ুন: আজাদি কা অমৃত মহোৎসবে তেরঙায় সাজল দেশের এই দুই জলাধার

অন্যদিকে, অরবিন্দ ঘোষ ছাড়া পান । বাকি বেশ কিছু বিপ্লবীর যাবজ্জীবন ও কিছুজনের কয়েক বছরের দ্বীপান্তরের নির্দেশ দেওয়া হয় । এখন সেই বিপ্লবীদের আঁতুরঘর মুরারিপুকুরে সেইসব গৌরবময় ইতিহাসের ছিটে ফোঁটা টুকুর অস্তিত্ব নেই । তবে বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী অভনব উদ্যোগ নিয়েছেন । এলাকার রাস্তার নাম বিপ্লবী বারীন ঘোষ, প্রফুল্ল চকির নামে রাখা হয়েছে । এমনকী অরবিন্দের ঘোষের নামে হয়েছে শিশু উদ্যান । বসেছে মূর্তি । আর সেখানেই বসেছে মুরারিপুকুর বাগান বাড়ি থেকে ধরাপড়া বিপ্লবীদের নামের ফলক । বোমার মাঠ ঘিরে শিশু উদ্যান করা হয়েছে । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সেই সমস্ত বিপ্লবীদের পরিবার-পরিজনদের দিয়েই এই ফলকের উদ্বোধন করানো হয়েছে সম্প্রতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.