ETV Bharat / state

Fatty Liver Medicine: লিভার সমস্যায় নতুন ওষুধ, ট্রায়াল চলছে এসএসকেএম-এ

author img

By

Published : Jun 8, 2023, 11:05 PM IST

এবার লিভার সমস্যার ওষুধ আনতে চলেছে এসএসকেএম ৷ ইতিমধ্যেই ডায়াসিলগ্লিসারল অ্যাসাইলট্রান্সফেরাসিস নামক একটি ওযুধ নিয়ে গবেষণাও শুরু হয়েছে রাজ্যের প্রথমসারির সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কলকাতা, 8 জুন: বর্তমানে লিভারের সমস্যা জর্জরিত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে । যে সমস্ত ব্যক্তিরা মাদকাশক্ত নয় তাদের মধ্যেও লিভারের সমস্যা দেখা যাচ্ছে । লিভারের সমস্যার মধ্যে সবথেকে পরিচিত নাম ফ্যাটি লিভার । এখনও পর্যন্ত এই রোগের নিদিষ্ট অনুমোদনপ্রাপ্ত কোনও ওষুধ নেই । চিকিৎসকদের মতে তাই লাইফস্টাইল পরিবর্তনই একমাত্র উপায়। তবে এবার নতুন ভাবনা আনছে এসএসকেএম । ডায়াসিলগ্লিসারল অ্যাসাইলট্রান্সফেরাসিস নামে ওষুধকে ঘিরে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে এসএসকেএম হাসপাতালে ।

এই ফ্যাটি লিভার বা লিভারের মধ্যে মেদ জমার অন্যতম কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবার । তার মধ্যেই রেস্তোরার খাবার অন্যতম । সমীক্ষায় দেখা গিয়েছে এই লিভার সংক্রান্ত রোগে সারা বিশ্বে 4 জনের মধ্যে 1 জন ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন । তা কমাতেই এবার নতুন ভাবনা এসএসকেএম-এর । ডায়াসিলগ্লিসারল অ্যাসাইলট্রান্সফেরাসিস ওষুধ নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে ৷ বিশ্বের বহু জায়গায় এর পরীক্ষা চলছে। কলকাতার মধ্যে এসএসকেএম হাসপাতাল এর মধ্যে অন্তর্ভুক্ত। আশার আলো দেখাচ্ছে কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল এসএসকেএম ।

আরও পড়ুন : পিজির পর কলকাতার বাকি হাসপাতালেও শুরু হল 'দুয়ারে ডাক্তার' পরিষেবা

চিকিৎসক সৌমিক ঘোষ জানান, শুধুমাত্র অ্যালকোহল জাতীয় খাবার নয়, অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকেও মানুষের লিভারের সমস্যা হয় । তবে ফ্যাটি লিভারের সমস্যা প্রথম পর্যায়ে থাকে তা-হলে, রোগীকে দৈনন্দিন রুটিন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় । দ্বিতীয় অথবা তৃতীয় ধাপে গেলে তখন সিরোসিস অফ লিভার অথবা লিভার ফেলিওরের সম্ভাবনা থাকে বলে জানান ওই চিকিৎসক । এই রোগের নির্দিষ্ট কোনও ওষুধ না থাকায় অন্যান্য ওষুধ দিয়ে এই রোগের নিরাময় করা হয় । তবে এই রোগের ওষুধ আবিষ্কার ট্রায়াল পর্যায়ে আছে ৷

আরও পড়ুন: টাটা ও রাজ্যের যৌথ প্রয়াস, এসএসকেএমে তৈরি ক্যানসার কেয়ার হাব বিল্ডিং

ভ্যাকসিন ট্রায়াল ফেসিলেটর স্নেহেন্দু কোণার বলেন, "এই গবেষণাটিতে আমরা যাঁদের লিভারে সমস্যা রয়েছে তাদের নিয়ে গবেষণা চলছে ৷ বিশেষত যে সমস্ত রোগীর বায়োপসি রিপোর্টে এফ টু অথবা এফ থ্রি ফাইব্রোসিস আছে তাদের উপরই পরীক্ষা চলছে । এই ওষুধটি একধরণের ট্যাবলেট জাতীয় । 48 সপ্তাহ ধরে এই চিকিৎসা চলবে । ট্রায়ালের এখনও পর্যন্ত এর ফল ভালো । তবে আরও বেশ কিছুদিন পরীক্ষা চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.