ETV Bharat / state

Kolkata App Cab Problems: কারণ না-দেখিয়ে শ'য়ে শ'য়ে আইডি ব্লক, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অ্যাপ ক্যাব সংগঠনগুলির

author img

By

Published : May 16, 2023, 6:46 PM IST

অ্যাপ ক্যাব চালকের আইডি কোনও কারণ না দেখিয়েই বন্ধ করে দিচ্ছে সংস্থাগুলি ৷ এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলি ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 16 মে: চড়া কমিশন কাটার পাশাপাশি আইডি ব্লক ৷ চরম সমস্যায় জর্জরিত অ্যাপ ক্যাব চালক এবং মালিকরা ৷ তাই অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নতুন করে আবারও একটি চুক্তি তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অ্যাপ ক্যাব নিয়ে এরাজ্যে সমস্যা বহুদিনের ৷ একদিকে চালক ও মালিক অন্যদিকে যাত্রী অসন্তোষ ৷ সমস্যা যেন মিটছে না কিছুতেই ৷ বিভিন্ন অ্যাপ ক্যাব সংগঠন এবং সংস্থাগুলির মধ্যে মন্ত্রীর মধ্যস্থতায় একাধিকবার বৈঠক হলেও কোনও কাজ হয়নি। সমস্যার সমাধান না-হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপ ক্যাব মালিক ও চালকদের সংগঠন ৷

সম্প্রতি পরিবহণ মন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষ আবারও বসেছিল বৈঠকে। এই আলোচনায় কমিশনের পাশাপাশি আরও যে বিষয়টি উঠে এসেছে তা হল সংস্থার ইচ্ছে মতো আইডি ব্লক করে দেওয়া। অন্তত এমনটাই অভিযোগ তুলেছে সংগঠনগুলি। একাধিক চালকের আইডি ব্লক হয়ে রাখা হয়েছে দীর্ঘ দুই-তিন কিংবা চার বছর ধরে ৷ তাই চালকদের কমিশনের হার বৃদ্ধির পাশাপাশি এই আইডি ব্লক করার প্রতিবাদেও সরব হয়েছে অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন । সমস্যা সমাধানে, সংস্থাগুলিকে একটি চুক্তি তৈরি করার কথা বলা হয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রীর তরফে ।

সূত্রের খবর, এই চুক্তিতে কমিশন থেকে শুরু করে চালক ও মালিকদের আইডি ব্লক কোন কোন ক্ষেত্রে করা হবে এবং সেই ব্লকের মেয়াদ কতদিন পর্যন্ত হবে সেই সবের উল্লেখ করতে বলা হয়েছে ৷ এই চুক্তিটি পরিবহণ দফতরের অনুমতি সাপেক্ষেই বলবৎ করা হবে বলে জানানো হয়েছে । এই বৈঠকের পরেই অ্যাপ ক্যাব সংগঠনগুলির পক্ষ থেকে কোন কোন চালকদের কবে থেকে আই ডি ব্লক করে রাখা হয়েছে সেই বিস্তারিত তালিকা পাঠানো হয়েছে সংস্থাগুলির কাছে ।

জানা গিয়েছে, অন্যতম প্রধান অ্যাপ ক্যাব সংস্থা উবের 'এভারেস্ট' নামে আরও একটি অ্যাপ ক্যাব সংস্থা চালু করেছে । অভিযোগ, এই নয়া সংস্থায় চালক পেতেই কথায় কথায় বর্তমান সংস্থার সঙ্গে যুক্ত চালকদের আই ডি ব্লক করে দেওয়া হচ্ছে । যাতে অন্য উপায় না পেয়ে এই চালকরা এই নয়া সংস্থায় গাড়ি চালাতে বাধ্য হয় । এমটাই দাবি করছেন অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় । তিনি জানান, তাঁর সংগঠনের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন প্রায় 4000 অ্যাপ ক্যাব চালক। এই সংখ্যার মধ্যে প্রায় 350 জনের আইডি কোনও কারণ না-দেখিয়েই ব্লক করে রাখা হয়েছে । কারও ক্ষেত্রে দু'বছর আবার কারও ক্ষেত্রে 3 বছর। এর প্রতিবাদে আগামী 18 মে রাসবিহারীতে উবের অফিস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি ।

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই-ইডি কেন ? ডিভিশন বেঞ্চে রাজ্য

অন্যদিকে, সিটু অনুমোদিত কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ জানান, এই মুহূর্তে তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে চার হাজার চালক ৷ এদের মধ্যে 650 জনের আইডি ব্লক করে রাখা হয়েছে । এই তালিকা ওলা-উবের-সহ রাজ্য পরিবহণ দফতরেও পাঠানো হয়েছে । যদি দ্রুত এই আইডি'গুলি খোলা না হয় তবে আগামী মাসের শেষের দিকে সংগঠনের পক্ষ থেকে উবের অফিস ঘেরাও করা হবে । তিনি আরও জানান, সরকারি আইন অনুযায়ী যদি কোনও চালকের বিরুদ্ধে পুলিশি কেস না থাকে তবে 30 দিনের মধ্যে কারণ দেখিয়ে আইডি খুলে দিতে হয় । এই সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.