ETV Bharat / state

West Bengal Weather Update: ফের বৃষ্টির ভ্রুকুটি, বঙ্গে ঠান্ডা ফিরবে আগামী সপ্তাহে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 6:53 AM IST

Etv Bharat
আবহাওয়ার খবর

বঙ্গে ঠান্ডার পথে সাময়িক বাধা পশ্চিম ঝঞ্ঝার ৷ তবে আগামী মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

কেমন থাকবে আবহাওয়া, জানাচ্ছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 2 নভেম্বর: হেমন্তের আকাশে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। তার জেরে হালকা ঠান্ডায় মোড়া মনোরম আবহাওয়া কিছুটা থমকে দাঁড়াল । বরং হালকা বৃষ্টির ভ্রুকুটি বঙ্গের আকাশে । আলিপুর আবহাওয়া অফিস বলছে, মনোরম আবহাওয়া ফিরবে নতুন সপ্তাহে । সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচে প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই ।

এই বিষয়ে হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দু'দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে । আগামিকাল শুক্রবার নাগাদ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে । বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে । তার ফলে দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূল সংলগ্ন জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় । তবে এর জন্য তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ।

আগামী 4 থেকে 5 দিনে এই পশ্চিমী ঝঞ্ঝা বেরিয়ে যাওয়ার পর রাতের তাপমাত্রা একটু কমবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে । তবে শুক্র ও শনিবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পংয়ের দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকবে । উত্তরবঙ্গের জন্য আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই ।

হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু'দিন শুষ্ক আবহাওয়া থাকবে । আগামীকাল শুক্রবার কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 24 ডিগ্রির কাছাকাছি ৷ এখন এই মুহূর্তে রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে এক দুই ডিগ্রি উপরে চলছে । আগামী মঙ্গলবারের পর থেকে রাতের তাপমাত্রা কমবে ৷

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 24 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন : ভালোবাসার মানুষের সঙ্গে মতবিরোধ কুম্ভের, বাকিদের ভাগ্যে কী আছে জেনে নিন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.