ETV Bharat / state

Sovandeb Chattopadhyay on Panchayat Polls: পঞ্চায়েত নিয়ে আলোচনা চাইছে তৃণমূলও, বিধানসভায় জানালেন পরিষদীয় মন্ত্রী

author img

By

Published : Jul 26, 2023, 5:29 PM IST

Etv Bharat
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়

পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তি, হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্য জুড়ে ৷ মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনার দিন পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে মোট 19 জনের মৃত্যু হয়েছে ৷ যা নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি ৷ আলোচনা চাইছে তৃণমূলও ৷

কলকাতা, 26 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা চাইছে খোদ রাজ্যের শাসকদল ৷ ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছে বিজেপি ৷ যা নিয়ে বুধবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানান, পঞ্চায়েত নিয়ে আলোচনা চাইলে শাসক দলের তরফে আপত্তি থাকবে না ৷ এমনকী তৃণমূল নিজেও এই ইস্যুতে বিধানসভায় আলোচনা চায় বলে জানান তিনি ৷

পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তি, হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্যজুড়ে ৷ মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনার দিন পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বাংলায় 19 জনের মৃত্যু হয়েছে ৷ এরপরও অবশ্য পরিস্থিতির পরিবর্তন হয়নি ৷ ভোট পরবর্তী হিংসাও রাজ্যে অব্যাহত বলে অভিযোগ বিজেপির ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে ৷ যদিও তৃণমূলের তরফে পালটা দাবি করা হয়েছে, যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই শাসকদলের কর্মী-সমর্থক ৷ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে এই ইস্যুতে প্রস্তাব আনতে চায় বিজেপি ৷ এদিন তৃণমূলের তরফেও জানিয়ে দেওয়া হল, তারাও রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করতে প্রস্তুত ৷

এদিন শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, "বিরোধীরা একটি মুলতুবি প্রস্তাব এনেছে ৷ তার সবক'টির সঙ্গে আমরা সহমত না-হলেও, পঞ্চায়েত ভোট নিয়ে আমরা আলোচনার জন্য প্রস্তুত ৷" তবে আগামী সোমবার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক আছে বিধানসভায় ৷ সেখানে এই আলোচনার বিষয়টি ঠিক হবে বলেও জানান তিনি ৷ মনে করা হচ্ছে, তৃণমূল আলোচনায় স্পষ্টভাবেই তাদের কর্মী-সমর্থকদের মৃত্যুর প্রসঙ্গ টানতে চলেছে ৷ আর তার জন্যই তারা আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান পরিষদীয় মন্ত্রী ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল, থাকতে পারেন মমতা

গত 8 জুলাই রাজ্যে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ভোট ৷ ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে ৷ এরপর ভোটের দিন এবং ফল ঘোষণার দিনও হিংসা, সন্ত্রাস, ভোট লুটের ঘটনা সামনে এসেছে ৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসক দলের তরফে এই সন্ত্রাস চালানো হয়েছে ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে পালটা বিরোধীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.