ETV Bharat / state

দুর্গাপুজোয় ঢাক বাজিয়ে ধর্মগুরুর কোপে নুসরত

author img

By

Published : Oct 7, 2019, 9:30 PM IST

Updated : Oct 7, 2019, 10:21 PM IST

দুর্গাপুজোয় নুসরত

ধর্মগুরুর কোপে তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ অ-হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়া সত্ত্বেও দুর্গাপুজোয় অংশগ্রহণ করায় নুসরতের তীব্র নিন্দা করেন তিনি৷ হুঁশিয়ারিও দেওয়া হয় টলিউড অভিনেত্রীকে ৷

কলকাতা, 7 অক্টোবর : ধর্মগুরুর কোপে তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ অ-হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়া সত্ত্বেও দুর্গাপুজোয় অংশগ্রহণ করায় নুসরতের তীব্র নিন্দা করেন তিনি৷ হুঁশিয়ারিও দেওয়া হয় টলিউড অভিনেত্রীকে ৷ তিনি বলেছেন, নুসরতের উচিত তাঁর নাম ও ধর্ম পরিবর্তন করা কারণ তিনি নাকি আচরণের মাধ্যমে অবমাননা করেছেন একটি বিশেষ ধর্মকে ৷

এর আগেও বসিরহাটের সাংসদ নুসরতের সিঁদুর ও মঙ্গলসূত্র পড়া নিয়েও মুসলিম মৌলবিরা আপত্তি তুলেছিলেন ৷ নিন্দা করেছিলেন ৷ আজ দারউল-উলুম-দেওবন্দের মৌলবি মুফতি আসাদ কাজ়মি বলেন, "তিনি যা করেছেন সেটা 'হারাম' (পাপ) ৷ তিনি বিয়েও করেছেন অন্য ধর্মে ৷ তাঁর উচিত নিজের নাম ও ধর্ম পরিবর্তন করা ৷ ধর্মের অবমাননা করেছেন তিনি৷ "

গতকাল সুরুচি সংঘে গিয়েছিলেন নুসরত । তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও । ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও ৷ নুসরতের ঢাক বাজানোর একটি ভিডিয়ো ভাইরালও হয় সোশাল মিডিয়ায় ৷ প্রত্যেকেই প্রশংসা করেন নুসরতের ৷

নুসরত অবশ্য পরে সাংবাদিকদের জানান, তিনি সকলের শান্তি ও মঙ্গলকামনায় পুজোয় অংশ নেন ৷ বলেন, ''বাংলায় আমরা সবাই একসঙ্গে সব উৎসব পালন করি ৷ আমি কোনও বিতর্কের ধার ধারি না ৷ কোনও বিতর্ক কি আমায় ছুঁতে পেরেছে? না ৷ "

  • When Mamata Banerjee as a non- Muslim wore hijab&prayed to Allah like other Muslims,Muslim clerics were happy&called her acts secular.But when Nushrat Jahan as a non-Hindu danced & prayed in a puja mandap like other Hindus,Muslim clerics were unhappy&called her acts un Islamic!

    — taslima nasreen (@taslimanasreen) October 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লেখিকা তসলিমা নাসরিন যদিও পাশে দাঁড়িয়েছেন নুসরতের৷ তিনি লিখেছেন, ''অ-মুসলিম হয়েও মমতা ব্যানার্জি যখন হিজ়াব পড়ে উপাসনা করেন তখন মৌলবিরা খুশি হন ৷ বলেন তিনি ধর্মনিরপেক্ষ আচরণ করছেন ৷ কিন্তু নুসরত জাহান পুজা মণ্ডপে গিয়ে অঞ্জলি দিলে ক্ষু্ণ্ণ হন ধর্মগুরুরা৷''

অন্যদিকে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তরপ্রদেশ শাহি ওয়াকফ বোর্ডের বোর্ডের ওয়াসিম রিজ়ভি নুসরতের সমর্থনে বলেন, হিন্দু বিয়ের প্রতীক হিসেবে সিঁদুর, টিপ বা মঙ্গলসূত্র নুসরত পরতেই পারেন ৷ "ইসলাম তাঁকে এসব পরতে বাধা দেয় না ৷ কোনও সমস্যা নেই ৷ "

মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে সংসদে শপথ নিয়েছিলেন নুসরত । সে সময় বিভিন্ন ধর্মগুরুরা তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন । পরে টুইট করে অবশ্য সব বিতর্কের জবাব দেন অভিনেত্রী । তিনি লিখেছিলেন, 'আমি সারা দেশের প্রতিনিধিত্ব করি । যা ধর্ম, জাতির থেকে সম্পূর্ণ আলাদা । আমি সব ধর্মকে সমানভাবে সম্মান করি । আমি কী পরব তা নিয়ে অন্যদের মন্তব্য করা উচিত নয় ।' যদিও এই ধর্মগুরুর মন্তব্যের প্রেক্ষিতে নুসরতের কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও৷

Prayagraj (UP), Oct 07 (ANI): With its unique traditions dating back to several centuries, the city of Prayagraj is immersed in religious fervour on the auspicious occasion of Dussehra. On Sunday night, the colourful 'Ram Dal' procession jointly organised by Katra and Colonelganj Ramlila Committee illuminated the streets of the city. The locals who flooded the streets to catch a glimpse of the procession, watched in awe as the actors enacted multiple scenes from Ramayana. "Our Ram Dal is famous across the country. Others start their Ramlila with the birth of Lord Rama, but here it starts with Ravana's Shobha Yatra. Ravan was related to Bharadwaj lineage and Katra was his maternal home," said Gopal Babu Jaiswal, Secretary of Katra Ramlila Committee. It also features instrumental music and colourful light show. In addition, elephants also feature in the procession.
Last Updated :Oct 7, 2019, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.