ETV Bharat / state

Aparupa Slams BJP: মেদিনীপুরের ভাইপো দিল্লির কাকাকে ডেকে এনেছে, অপরূপার নিশানায় শাহ ও শুভেন্দু

author img

By

Published : Apr 14, 2023, 2:45 PM IST

Aparupa Slams BJP
Aparupa Slams BJP

বীরভূমে আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ৷ তার আগে বিজেপির কর্মসূচির সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দার ৷ তিনি কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ৷

কলকাতা, 14 এপ্রিল: বীরভূমে বিজেপির কর্মসূচিতে যোগ দিতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতার কর্মসূচিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দার ৷ অমিত শাহের সঙ্গে তিনি নিশানা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ৷

প্রসঙ্গত, আজ শুক্রবার বীরভূমে বিজেপির কার্যালয় উদ্বোধন করার কথা অমিত শাহের ৷ সেখানেই দলের নেতাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি ৷ পরে জনসভায় অংশ নিয়ে বার্তা দেবেন বিজেপির কর্মীদের উদ্দেশ্যে ৷ স্বাভাবিকভাবে বিজেপির কাছে এটা মেগা ইভেন্ট ৷ তাই দলের রাজ্য়স্তরের প্রায় ছোট-বড় সব নেতাই এদিন বীরভূমে ৷

বিজেপির এই কর্মসূচিকেই কটাক্ষ করেছেন অপরূপা ৷ এই নিয়ে শুক্রবার একটি টুইট করেন তিনি ৷ সেই টুইটে অবশ্য কোথাও তিনি বিজেপি, অমিত শাহ বা শুভেন্দু অধিকারীর নাম করেননি ৷ কিন্তু তিনি যা লিখেছেন, তা থেকেই স্পষ্ট যে কাদের নিশানা করতে চেয়েছেন ৷

টুইটের শুরুতেই তিনি রাজ্যের তাপমাত্রার বৃদ্ধির প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘‘রাজ্য সরকারের নির্দেশ জারি করা হয়েছে, আপনারা কীভাবে চৈত্র-বৈশাখ মাসে তুমুল গরমের (লু) থেকে সাবধানে থাকবেন ।’’ এর পরই কটাক্ষ করে লিখেছেন, ‘‘কিন্তু মেদিনীপুরের ভাইপো দিল্লি কাকাকে ডেকে বহিরাগত লোকদের জোগাড় করে সিউড়িতে মিটিং করে বাংলাকে আরও গরম করার চেষ্টা করবেন ।’’ বিজেপির সভা হচ্ছে বীরভূমের সিউড়িতে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের বাসিন্দা ৷ আর এখানে ‘কাকা’ বলতে তিনি অমিত শাহকেই বোঝাতে চেয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ৷

এখানেই না থেমে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন অপরূপা ৷ সেই সময় বিজেপি নেতাদের প্রচারে কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন ৷ ভোটে হারার পর বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার যে অভিযোগ নিয়ে সরব তৃণমূল, তাও পক্ষান্তরে তুলে ধরেছেন তিনি ৷ আরামবাগের সাংসদ লিখেছেন, ‘‘আদিবাসী ও তফসিলি সম্প্রদায়ের মানুষ ভুলে যায়নি, নির্বাচনের সময় বাড়িতে বসে দিল্লির নেতাদের ভাত খাওয়া আর নির্বাচনের পরে দিল্লির লাড্ডু হাওয়া !’’

আরও পড়ুন: অনুব্রত-গড়ে শাহি সভা! 'অমিত বচনে'র উত্তাপ মাপতে তৈরি রাজনৈতিক মহল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.