ETV Bharat / state

Governor in Cooch Behar: গেলেন হাসপাতালে, কথা বিরোধীদের সঙ্গেও; রাজ্যপালের কোচবিহার সফরকে কটাক্ষ তৃণমূলের

author img

By

Published : Jul 1, 2023, 4:11 PM IST

ETV Bharat
দিনহাটা মহকুমা হাসপাতালে রাজ্যপাল

বর্তমানে কোচবিহার সফরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলার পাশাপাশি, রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করছেন ৷

কোচবিহারে রাজ্যপাল

কোচবিহার, 1 জুলাই: কোচবিহারে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সম্প্রতি এই জেলার যে সমস্ত এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, সেই সকল এলাকায় যাওয়ার কথা রাজ্যপালের ৷ শনিবার সকালে প্রথমে জেলা সার্কিট হাউজে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল বোস ৷

এরপর তিনি সার্কিট হাউজ থেকে বেরিয়ে দিনহাটার শিমুলতলা এলাকায় নিহত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে যান। কথা বলেন তাঁর বাবা-মায়ের সঙ্গে ৷ দেন মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস। এদিন তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে সন্ত্রাসের অভিযোগ করেন দিনহাটার বাম ও কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দিনহাটা শহরের হাসপাতাল মোড়ে রাজ্যপালের কনভয় দাঁড় করিয়ে অভিযোগ জানান বাম ও কংগ্রেস নেতারা ৷ সিপিএমের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানান, দিনহাটার গ্রামে গ্রামে বাম-কংগ্রেস প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। ভোট প্রচারে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশকে অভিযোগ জানানো হলেও কোনও কাজ হচ্ছে না ।

এরপর সাহেবগঞ্জের টিয়াদহে নিহত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান রাজ্যপাল। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। প্রসঙ্গত, দিন দশেক আগে টিয়াদহ গ্রামে পাটক্ষেতে উদ্ধার হয় বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাসের দেহ । এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশের দাবি ত্রিকোণ প্রেমের জেরে ওই খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইতিমধ্যে পুলিশ শম্ভু দাসের মামাতো ভাইকে গ্রেফতারও করেছে ৷ রাজ্যপালের পা ধরেও এদিন বসে পড়েন নিহতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের দরবারে নিশীথ

শম্ভু দাসের বাড়ি থেকে বেরিয়ে এরপর এদিন দিনহাটা হাসপাতালে গিয়ে দিনহাটা-2 ব্লকের তৃণমূলের নেতা তাপস দাসের স্ত্রী অনিতা দাসের সাঙ্গে দেখা করেন সিভি আনন্দ বোস । কী ঘটনা ঘটেছে তা শোনেন তিনি । উল্লেখ্য, তাপস দাস বড়শাকদল গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূলের প্রার্থী । ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। একটি পুরানো মামলায় শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি আরও অভিযোগ, ওই নেতার বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয় । ওই নেতার বাড়ির লোকেদের মারধর করা হয় । তাপস দাসের স্ত্রী অনিতা দাসের সঙ্গে এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করেন রাজ্যপাল । এরপর কোচবিহারে সার্কিট হাউজে ফিরে যান রাজ্যপাল ৷ তবে রাজ্যপালের এই সফরকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ তিনি বলেন, "কেন্দ্রের চাটুকারিতা করতে ও বিজেপি নেতাদের খুশি করতে রাজ্যপালের এই কোচবিহার সফর ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.