ETV Bharat / state

Chokher Alo: চোখের আলো প্রকল্প ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 5:52 PM IST

Swasthya Bhawan
Swasthya Bhawan

Swasthya Bhawan on Chokher Alo: চোখের আলো প্রকল্পে পরিষেবা নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্য দফতর ৷ সেই কারণে এই নিয়ে স্বাস্থ্যকর্তাদের সতর্ক করা হয়েছে ৷ প্রয়োজন কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ৷

কলকাতা, 11 নভেম্বর: চোখের আলো প্রকল্পকে ঘিরে এবার বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের । লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবার শাস্তির খাড়া নেমে আসছে সার্জেনদের উপর । করা হতে পারে শো-কজও । এমনই চিঠি দিয়ে সতর্ক করা হল রিজিওনাল ইনস্টিটিউট অফ অবথ্যালমোলজি, এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অন্যতম এক প্রকল্প এই চোখের আলো । রাজ্যবাসীর অল্পমূল্যতে চোখের চিকিৎসাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য । তবে 2022 সালে এই চোখের আলো প্রকল্পের বেশ কিছু লক্ষ্যমাত্রা ছিল । তা হল প্রতি মাসে সরকারি চোখের হাসপাতালে অন্ততপক্ষে 60টি সার্জারি করতে হবে । সপ্তাহের পাঁচদিন অস্ত্রোপচার করতে হবে চিকিৎসকের । একদিনে দু’টো শিফট মানতে হবে । অস্ত্রোপচারের পর রোগীদের ফেরার ব্যবস্থা করতে হবে বিনা পয়সায় । সর্বোপরি রোগ চিহ্নিত করা ও অস্ত্রোপচারের মাত্রা দশ শতাংশ কমিয়ে দিতে হবে ।

কিন্তু স্বাস্থ্য দফতরের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, 108 জন চক্ষু সার্জনদের মধ্যে 96 জন এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি । স্বাস্থ্যভবন যে নোটিশ পাঠিয়েছে, তাতে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে দুর্ভাগ্যক্রমে সরকারি হাসপাতালগুলিতে রোগীদেরকে ঠিকমতো পর্যবেক্ষণ করা হচ্ছে না । তাই অস্ত্রোপচারের সঠিক মানদণ্ড নেই । এর ফলে অনেকেই আর্থিকভাবে দুর্বল হলেও বেশি পয়সা দিয়ে বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হচ্ছেন ।

রাজ্যের স্বাস্থ্য দফতর 2023 সালের জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা সমীক্ষা চালিয়েছে । সেখানে সব জেলা মিলিয়ে 96 জন আই-সার্জেনের নাম রয়েছে । তার সঙ্গে তাঁরা কতগুলো অস্ত্রোপচার করেছে, সেই সব কিছু লেখা রয়েছে । তাতে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসের মধ্যে একমাসে 41 জন আই-সার্জন 0-10 জনের, 45 জন আই-সার্জেন 11-20টি ছানি অপারেশন করেছেন । এর ফলে সরকারি চক্ষু হাসপাতালে পরিষেবা অনেকটাই নিম্নমানের হয়েছে । যদি এই অবস্থায় থাকে তাহলে অবিলম্বে স্বাস্থ্যভবন ব্যবস্থা নেবে বলেই নোটিশে উল্লেখ করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. ই-প্রেসক্রিপশনের প্রথম ধাপ স্বাস্থ্য দফতরের, সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র জুড়বে একটাই নেটওয়ার্কে
  2. বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর চিকিৎসা নিয়ে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের
  3. ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স, মুখ্যমন্ত্রীর প্রস্তাব খতিয়ে দেখতে কমিটি গড়ল স্বাস্থ্য ভবন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.