ETV Bharat / state

Swasthya Bhawan: ই-প্রেসক্রিপশনের প্রথম ধাপ স্বাস্থ্য দফতরের, সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র জুড়বে একটাই নেটওয়ার্কে

author img

By

Published : Jul 18, 2023, 9:44 PM IST

Swasthya Bhawan
স্বাস্থ্য দফতর

ই-প্রেসক্রিপশন পরিকল্পনায় প্রথম ধাপ এগলো স্বাস্থ্য দফতর ৷ এবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলি থেকে সুস্বাস্থ্য কেন্দ্র আসতে চলেছে এক ছাতার তলায় ৷ নেটওয়ার্কের মাধ্যমে জুড়বে কলকাতা-সহ রাজ্যের সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলি ৷

কলকাতা, 18 জুলাই: আমজনতার ভোগান্তি কমাতে নতুন পরিকল্পনা নিল স্বাস্থ্য দফতর । কলকাতা ও জেলার সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালগুলি যুক্ত হবে একটাই নেটওয়ার্কে । এর ফলে বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে রক্ত বা অন্য কোনও পরীক্ষার জন্য রোগীকে দাঁড়াতে হবে না আর লম্বা কোনও লাইনে । এতদিন বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে আউটডোরের কাগজে লেখা পরীক্ষা এলাকার হাসপাতালে গিয়ে করাতে কালঘাম ছুটে যেত রোগীদের । এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে বলে মনে করছে স্বাস্থ্য দফতর ।

নয়া এই নেটওয়ার্কের ফলে যেকোনও আউটডোর টিকিটের বিশেষ ওই নম্বর ব্যবহার করা যাবে স্বাস্থ্য দফতরের কম্পিউটার থেকেই । স্থানীয় হাসপাতালে ওই টিকিট দেখালে সেখানেই করা যাবে বিনামূল্যে রক্ত বা রোগের পরীক্ষা । নতুন করে আর টিকিট করার প্রয়োজন নেই । এর ফলে গ্রামীণ এলাকার মানুষদের সুবিধা হবে বলেই মনে করছেন চিকিৎসকমহল । অন্যদিকে ই-প্রেসক্রিপশনের এটাই প্রথম পদক্ষেপ বলেই জানাচ্ছে স্বাস্থ্য দফতর । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী বলেন, "ধাপে ধাপে ই-প্রেসক্রিপশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । এতে মানুষের ভোগান্তি কমবে ।"

তবে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হল তা নির্ভর করবে জেলা, মহকুমা বা তার নীচের স্তরের হাসপাতালগুলিতে রক্ত ও রোগের পরীক্ষার জন্য কী ধরনের পরিকাঠামো রয়েছে তার উপর । বেশ কিছু পরীক্ষা আছে যা শুধুমাত্র সম্ভব বড় মেডিক্যাল কলেজগুলিতেই । তবে এমআরআই, সিটি স্ক্যান এখন জেলাস্তরের বহু হাসপাতালেই হচ্ছে । 24 ঘণ্টা সিটি স্ক্যান করা হয় রাজ্যের 39টি সরকারি হাসপাতালে । অন্যান্য হাসপাতালেও বেশিরভাগ ক্ষেত্রে সিটি স্ক্যান পরিষেবা মেলে । ফলে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করছে স্বাস্থ্য দফতর ।

আরও পড়ুন: মদন বনাম স্বাস্থ্য দফতর ! মমতা সাক্ষাতের পরই জিরো টলারেন্স নীতিতে এসএসকেএম

প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এ বছরের মধ্যেই ই-প্রেসক্রিপশন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । এই প্রেসক্রিপশনের ফলে চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পারার যে সমস্যা, তা অনেকটাই কমবে বলে অনুমান । তবে এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা তা হল, রোগীরা অনেক সময়েই প্রেসক্রিপশন হারিয়ে ফেলেন । ফলে পরবর্তীকালে তার পূর্ববর্তী রোগ যাচাই করে তারপর চিকিৎসা শুরু করতে হয় । তাই যদি কোন ব্যক্তি প্রেসক্রিপশন হারিয়েও ফেলেন আর অসুবিধা হবে না ৷ ই-প্রেসক্রিপশনের জেরে স্বাস্থ্য দফতরের তৈরি করা ওই ওয়েবসাইটে তার সমস্ত নথি লিপিবদ্ধ থাকবে । এর ফলে ওই ব্যক্তি রাজ্যের যেকোনও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও তার পূর্ববর্তী রোগ সহজেই জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.