ETV Bharat / state

Suvendu Adhikari: অর্বাচীন উচ্চশিক্ষামন্ত্রী বাংলার লজ্জা, ব্রাত্যকে আক্রমণ শুভেন্দুর

author img

By

Published : Aug 22, 2023, 4:14 PM IST

Updated : Aug 22, 2023, 5:58 PM IST

Suvendu Adhikari Slams Bratya Basu: যাদবপুর কাণ্ডের দায় রাজ্য়পাল সিভি আনন্দ বোসের উপর চাপিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এই নিয়ে শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari Slams Bratya Basu
ব্রাত্যকে আক্রমণ শুভেন্দুর

অর্বাচীন উচ্চশিক্ষামন্ত্রী বাংলার লজ্জা, ব্রাত্যকে আক্রমণ শুভেন্দুর

কলকাতা, 22 অগস্ট: যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে বিধানসভায় মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে জবাবি ভাষণ দিয়েছেন, তা নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ওই সদস্যকে অর্বাচীন, নির্লজ্জ ও অপদার্থ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷

উল্লেখ্য, এ দিন বিধানসভায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্য়ু নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনায় বেশ কিছু বিষয় উত্থাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরে জবাবি ভাষণ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ জবাবি ভাষণে তিনি সরাসরি তোপ দাগেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে ৷ এই ঘটনার দায় তিনি চাপান রাজ্যপালের উপরই ৷

ব্রাত্যর জবাবি ভাষণ শেষের পর বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে বিজেপি ৷ তার পর বাইরে এসে বিক্ষোভ দেখায় প্রধান বিরোধী দল ৷ সেখানে ব্রাত্য বসুর বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা ৷

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ব়্যাগিংয়ের জন্য আর ছাত্রমৃত্যুর জন্য দায়ী রাজ্যপাল ! এইরকম অপদার্থ, নির্লজ্জ, বেহায়া, উচ্চশিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ কোনওদিন দেখেনি ৷ তিনি মুক্তমনা, মুক্তচেতনাকে সমর্থন করেন ৷ একজন অতিবাম নকশাল উচ্চশিক্ষামন্ত্রী হলে, তার ফল কী হয় তাই আমরা আজ বিধানসভায় দেখতে পেলাম ৷ এইরকম অর্বাচীন উচ্চশিক্ষামন্ত্রী বাংলার লজ্জা ৷’’

পরে সাংবাদিক বৈঠকেও যাদবপুর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরব হন বিরোধী দলনেতা ৷ সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরে এ দিনের ভাষণকে কেন্দ্র বিরোধী বলে শুভেন্দু দাবি করেন ৷ রাজ্যপালের ঘাড়ে যাদবপুর-কাণ্ডের দায় চাপানোর যে চেষ্টা এ দিন ব্রাত্য বসু করেছেন, সাংবাদিক বৈঠক থেকেও তার সমালোচনা করেন নন্দীগ্রামের বিধায়ক ৷

আরও পড়ুন: যাদবপুরের ঘটনায় 100 শতাংশ দায়ী রাজ্যপাল, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজ্যপালকে ব়্যাগিংয়ের জন্য দায়ী করেছেন উচ্চশিক্ষামন্ত্রী ৷ এর থেকে আর দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না ৷ ব়্যাগিংয়ের জন্য রাজ্যপাল দায়ী একথা বলে পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণকে অপমানিত করা এবং সবচেয়ে বড় কথা প্রথমবর্ষের ছাত্রের পরিবারকে আঘাত করলেন এই বক্তব্য়ের মাধ্যমে ৷ নিন্দার ভাষা নেই ৷’’

Last Updated : Aug 22, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.