ETV Bharat / state

Suvendu Adhikari: নবরাত্রির দ্বিতীয়াতে অধিবেশন ডেকে হিন্দুদের ভাবাবেগে আঘাত সরকারের, অভিযোগ শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 1:17 PM IST

Updated : Oct 16, 2023, 1:27 PM IST

Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari Slams Bengal Government: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের অধিবেশন ডাকা হয়েছে ৷ সেই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, নবরাত্রির দ্বিতীয়াতে অধিবেশন ডেকে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে রাজ্য ৷

রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 16 অক্টোবর: নবরাত্রির মধ্যে বিধানসভা অধিবেশন ডেকে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার তিনি এই নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷

সোমবার সাড়ে 11টা নাগাদ বিধানসভায় প্রবেশ করেন বিরোধী দলনেতা । সেই সময়ই তাঁকে এ দিনের এই একদিনের বিধানসভা অধিবেশন নিয়ে প্রশ্ন করা হয় । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘ডাকা পরে । বাঙালি এবং হিন্দুদেরকে আঘাত করতে এটা করা হচ্ছে । পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধনের মতোই আজকে নবরাত্রির দ্বিতীয় দিন । এই দ্বিতীয়াতেও বিধানসভাতে ডেকে আনা হয়েছে আমাদের । নবরাত্রিতে দিনের বেলা উপোস থাকতে হয় । এখানে আমাদের ডেকে আনা হয়েছে ।’’

এছাড়া তিনি দুর্গাপুজোয় অষ্টমীর দিন মদের দোকান খোলা রাখা নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অষ্টমীর দিন প্রথম মদের দোকান খোলা হয়েছে, স্বাধীনতার পরে । অষ্টমীকে বলা হয় ভেজ ডে । ব্রিটিশরাও সেই সময় খোলা রাখেনি ।’’

সোমবার শুভেন্দু অধিকারী এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘প্রত্যেকদিন বিভিন্ন সভা-সমাবেশে বিরোধী দলনেতা যেভাবে আমাদের অপমান করছেন, তা কি শোভনীয় ? উনি বলছেন, দ্বিতীয়ার দিন বিধানসভা অধিবেশন ডাকা হিন্দুদের অপমান । যিনি এই ধরনের কথা বলেন, তাঁরও ভাবা উচিত অন্যের সম্পর্কে শব্দচয়নের ক্ষেত্রে শোভন জ্ঞান রাখা উচিত ।’’

উল্লেখ্য, সোমবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে ৷ এই অধিবেশনের উদ্দেশ্য বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির যে প্রস্তাব গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা পাশ করেছিল, সেই প্রস্তাব বিধানসভায় পাশ করানো ৷ রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে বিজেপির বিধায়করা এই বিল নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হবেন ৷ বিধানসভার অন্দরে তাঁরা এই বিলের বিরোধিতা করবেন ৷

আরও পড়ুন: অবস্থান বদলে বিধানসভায় সরকারের বিরোধিতায় সরব হতে চায় শুভেন্দুরা

Last Updated :Oct 16, 2023, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.