ETV Bharat / state

Suvendu Blames Mamata: 'সংখ্যালঘু ভোট ফেরাতেই শিবপুরের ঘটনা', মমতাকে দায়ী করে পদত্যাগ দাবি শুভেন্দুর

author img

By

Published : Mar 31, 2023, 5:51 PM IST

Updated : Mar 31, 2023, 6:21 PM IST

Suvendu Adhikari ETV Bharat
শুভেন্দু অধিকারী

সংখ্যালঘু ভোট ফেরাতেই শিবপুরের ঘটনা ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রামনবমীর মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনায় মুখ্যমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু ৷

কলকাতা, 31 মার্চ: শিবপুরের গোষ্ঠী সংঘর্ষের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, পুলিশ যে রুটে রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছিল সেই রুটেই মিছিল গিয়েছে ৷ অথচ মুখ্যমন্ত্রী বলছেন মিছিলের অনুমতি ছিল না ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়কে সরাসরি মিথ্যেবাদী বলে দাবি করে, তাঁর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু ৷

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "সমগ্র ঘটনার জন্য মুখ্যমন্ত্রী দায়ী ৷ তাঁর তোষণের রাজনীতি দায়ী ৷ পরশু দিন ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রামনবমী পালনকে ব্যাপক ভাবে আক্রমণ করেছিলেন ৷"

রামনবমী কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না বলে জানিয়ে বিজেপি বিধায়ক বলেন, "1000-এর মধ্যে 998টি শোভাযাত্রায় কোথাও কোনও সমস্যা হয়নি ৷ ডালখোলাতে তৃণমূলের চক্রান্তের জন্যই সমস্যা হল ৷ বগটুইয়ের ঘটনা ও সাগরদিঘিতে পরাজয়ের পর মমতা আতঙ্কিত ছিলেন যে, সংখ্যালঘু ভোট বেরিয়ে যাচ্ছে ৷ তাই পুলিশকে নিষ্ক্রিয় করে হাওড়ায় এই ঘটনা ঘটানো হয়েছে ৷" এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃশংস রাজনীতি বলে দাবি করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

এ দিন শুভেন্দু টেনে আনেন মোমিনপুর ও একবালপুরের ঘটনার কথা ৷ তিনি বলেন, মোমিনপুর-একবালপুরেও সনাতনীদের উপর আক্রমণ হয়েছিল ৷ এনআইএ হওয়ার ফলে খিদিরপুরে এ বার শান্তিপূর্ণ মিছিল হয়েছে ৷ তাঁর কথায়, "মোমিনপুর-একবালপুরকে আমরা ঠান্ডা করে দিয়েছি, এ বার হাওড়াকেও করব ৷" রামনবমীর মিছিলে একজনের হাতে বন্দুক দেখা গিয়েছে - এমনই একটি ভিডিয়ো টুইট করে বিজেপির দিকে আঙুল তুলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তার জবাবে শুভেন্দু বলেন, "ভাইপো বলছেন বন্দুক দেখা গিয়েছে ৷ ধর্ম, দল দেখতে হবে না, এ রকম কেউ করে থাকলে গ্রেফতার করুন ৷"

রাজ্যজুড়ে দুর্নীতি ইস্যুতে বর্তমানে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল ৷ তার উপরে চলছে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন ৷ এই দুটি ইস্যুর থেকে মানুষের চোখ ঘোরানোর জন্যই চক্রান্ত করে শিবপুরের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, এই ঘটনার জন্য রাজ্য়ের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷

Last Updated :Mar 31, 2023, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.