ETV Bharat / state

Abhishek Banerjee: আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের

author img

By

Published : Mar 31, 2023, 3:51 PM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

রামনবমীর মিছিলে বিজেপি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অশান্তিতে উসকানি দিচ্ছে ৷ ভিডিয়ো পোস্ট করে বিজেপির বিরুদ্ধে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

কলকাতা, 31 মার্চ : রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনের পাশাপাশি শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি ৷ এবার এর পালটা আসরে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার দুপুরে রামনবমীর শোভাযাত্রার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন অভিষেক ৷ সেখানে দেখা যাচ্ছে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী এক যুবকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র ৷ এই ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপিকে পালটা আক্রমণ করে অভিষেক লেখেন, "বিজেপি'র দাঙ্গাবাজী ফর্মুলাকে ফের কাজে লাগানো হয়েছে ৷ বিভিন্ন সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে উসকে দেওয়া, হিংসা ছড়াতে অস্ত্র সরবরাহ করা, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা ও এর রাজনৈতিক লাভ তোলা ৷ এটাই বিজেপি'র পুরনো অপবিত্র নীল নকশা ৷" তবে সামাজিক মাধ্যমে অভিষেকের পোস্ট করা এই ভিডিয়ো কোথাকার, তা টুইটে পরিষ্কার করে বলা নেই ৷

  • BJP's DANGABAJI FORMULA at work again:

    🧨 Provoke & instigate communities against each other.

    💣 Supply weapons to incite violence.

    ⚔️Create communal tension deliberately.

    🤹🏼🎁 Reap political benefits.

    A classic unholy blueprint right out of the @BJP4India playbook!👇🏻 pic.twitter.com/HKZ0BmIlCm

    — Abhishek Banerjee (@abhishekaitc) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই একই ভিডিয়ো পোস্ট করা হয়েছে তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট থেকেও ৷ বিজেপি'কে আক্রমণ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও ওই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "বিষ্ণুর সপ্তম অবতার রামের জন্মতিথি পালনের সঙ্গে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কী সম্পর্ক ? উৎসব পালনের আড়ালে কী হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে ?" উল্লেখ্য, হাওড়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে বলে সুকান্তর অভিযোগ ৷ ঘটনার সময় পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করে আক্রমণকারীদের সমর্থন করল সেই প্রশ্নও তুলছে গেরুয়া শিবির ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ ঘটনাটিকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরও দৃষ্টি আকর্ষণ করেছেন ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন গিয়েছিল বিজেপি, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.