ETV Bharat / state

Suvendu Adhikari: 'ভোট লুঠ করতে দেব না', কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্ব

author img

By

Published : Jun 14, 2023, 5:21 PM IST

Updated : Jun 14, 2023, 5:43 PM IST

বুধবার মনোনয়ন জমা দেওয়ার পঞ্চমদিন । আর এদিনও বদলাল না মনোনয়ন ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার ছবি ।

Etv Bharat
কমিশনকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 14 জুন: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে অশান্তি চলছে তা নিয়ে নালিশ জানাতে রাজ্য নির্বাচন কমিশনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আর কমিশনের সঙ্গে দেখা করে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী । তিনি সাফ জানিয়ে দিলেন, ভোট লুঠ করতে দেওয়া হবে না । এমনকী বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে না পেরলে বিজেপি প্রার্থীদের সরাসরি কমিশনের দফতরের সামনে লাইন দেওয়ারও নিদেন দিয়েছেন শুভেন্দু । এরপরই কমিশনের দফতরের সামনে অবস্থানে বসে পড়েন বিজেপি নেতৃত্ব । বিরোধী দলনেতা ছাড়াও রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । আর মনোনয়ন যারা জমা দিতে পারেনি তাঁদের নিয়ে বিজেপির জমায়েতে রাজ্য নির্বাচন কমিশনের সামনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি ।

বুধবার মনোনয়ন জমা দেওয়ার পঞ্চমদিন । আর এদিনও বদলাল না মনোনয়ন ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার ছবি । রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রথমদিন থেকেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসকদলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে বিরোধীদের । আর তারপরই কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । তিনি সাফ জানিয়েছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে বিজেপি। কোনও অবস্থাতেই বিজেপি যে লড়াইয়ের ময়দান থেকে পিছু হটবে না তাও স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু । এদিনও রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে বিরোধী দলনেতা জানান, ভোট লুঠ করতে দেবে না বিজেপি । তিনি বলেন, "মমতার জঙ্গলরাজ বরদাস্ত করব না । রাজ্যে গণতন্ত্র বাঁচাতে যা প্রয়োজন তাই করব । ৷"

আরও পড়ুন: মনোনয়নে বাধা, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেও মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

এদিন রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থানে বসেন বিজেপি নেতৃত্ব । আর সেখান থেকেই কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় । কমিশন রাজ্য সরকারের কথায় চলছে ।" সেই সঙ্গে, কমিশন মনোনয়ন জমা না-নিলে লাগাতার ধরণা, অবস্থান কর্মসূচির পথে বিজেপি হাঁটবে বলেও জানান বিরোধী দলনেতা ।

Last Updated : Jun 14, 2023, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.