ETV Bharat / state

Nawsad Siddique: মনোনয়নে বাধা, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেও মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

author img

By

Published : Jun 14, 2023, 4:01 PM IST

Updated : Jun 14, 2023, 4:39 PM IST

Etv Bharat
মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গেলেন নওশাদ

মনোনয়নে বাধা পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এলেন নওশাদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই নবান্নে এসেছেন।

মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

কলকাতা, 14 জুন: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙড়ে চরম বিশৃঙ্খলা এবং উত্তেজনার মাঝেই নবান্নে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবারের পর বুধবারও মনোনয়নের পঞ্চমদিনেও চরম বিশৃঙ্খলা দেখা গেল ভাঙড়ে । অভিযোগ, মুহুর্মুহু বোমা-গুলির আওয়াজে কার্যত কান পাতা দায় হয়ে গিয়েছে ভাঙড়ে । আর তার মাঝেই নবান্নে এলেন নওশাদ সিদ্দিকী । জানা গিয়েছে, আইএসএফ কর্মী এবং প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে, একই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের সাধারণ মানুষ। সেই অভিযোগ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন নওশাদ । তবে মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না আইএসএফ বিধায়ক । প্রায় আধঘণ্টা ধরে দাঁড়িয়ে নবান্ন থেকে ফিরে গেলেন নওশাদ ।

গত তিন-চারদিন ধরেই কার্যত খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙড় । মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সামনেই হাতাহাতি, সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ এবং তৃণমূল সমর্থকরা । অভিযোগ, মঙ্গলবারের পর এদিনও আইএসএফ প্রার্থীদের মনোনয়নে বাধা দেয় তৃণমূল । এমনকী প্রকাশ্যে বোমা, বাঁশ, লাঠি নিয়ে আইএসএফ কর্মীদের উপরে চড়াও হতেও দেখা গিয়েছে তৃণমূলকে । অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে একাধিক জায়গায় । এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোট আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল । মনোনয়নেই যদি এই হিংসার ছবি দেখা যায়, তবে ভোটের দিন কী হবে তা ভেবেই আতঙ্কিত সাধারণ মানুষ । আর তা নিয়ে কথা বলতেই এদিন সরাসরি নবান্নে পৌঁছে গেলেন নওশাদ সিদ্দিকী । কিন্তু এদিন প্রায় আধঘণ্টা নবান্নের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে শেষে সেখান থেকেই ফিরে গেলেন নওশাদ সিদ্দিকী ।

আরও পড়ুন: বোমা-গুলির তাণ্ডবে আজও ভাঙড়ে ধুন্ধুমার, মাথা ফাটল তৃণমূল কর্মীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও এদিন ভাঙড়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নওশাদ । নবান্ন থেকে ফিরে যাওয়ার সময় নওশাদ বলেন, "এই মুহুর্তে ভাঙড়ে যে অশান্তি চলছে, তাতে আমি সত্যিই আশঙ্কিত । এবং তা নিয়ে কথা বলতেই আমি মুখ্যমন্ত্রীর দফতরে এসেছিলাম ।" তিনি জানান, রাজ্যে পঞ্চায়েত ভোট হবে এই রাজ্যের পুলিশ দিয়ে । আর রাজ্য পুলিশের মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী । তবে এদিন দেখা হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে । সে প্রসঙ্গে এদিন নওশাদ বলেন, "তিনি হয়তো অন্য অনেক কাজে ব্যস্ত আছেন । আমি আগে মেইল করেছিলাম, সেই মেইলের কোনও জবাব পাওয়া যায়নি । তাই এদিন সরাসরি এসেছিলাম ।" গত কয়েকদিন ধরে টানা গন্ডগোল হচ্ছে ভাঙড়ে । নওশাদের দাবি, তিনি শুধু মাত্র আইএসএফের বিধায়ক নন । তিনি তৃণমূলেরও বিধায়ক । এলাকার সব মানুষের বিধায়ক । আর সেখান থেকেই নওশাদের দাবি, তিনি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন ।

Last Updated :Jun 14, 2023, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.