ETV Bharat / state

Sukanta Majumdar: আজ কেশপুরে সুকান্ত মজুমদারের পথসভায় আদালতের অনুমতি

author img

By

Published : Apr 18, 2023, 11:32 AM IST

Updated : Apr 18, 2023, 2:34 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলছে ৷ এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷ কিন্তু সোমবার সভার একদিন আগে পুলিশ এই সভার অনুমোদন দেয়নি ৷ তাই আজ জরুরি ভিত্তিতে হাইকোর্টে মামলা করলেন তিনি ৷ বিচারপতি তাঁকে পথসভার অনুমতি দিয়েছেন ৷

কলকাতা, 18 এপ্রিল: পথসভায় অনুমতি আদালতের ৷ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা সুকান্ত মজুমদারের পথসভা করার নির্দেশ দিয়েছেন ৷ এই সভায় পুলিশ না বলায় আদালতের দ্বারস্থ হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আজ বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি সভা রয়েছে তাঁর ৷ কিন্তু শেষ মুহূর্তে পুলিশ তাতে বাধা দেয় ৷ তাই মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে এ বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সুকান্ত মজুমদার ৷ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয় ৷

এদিন রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন আদালতে আবেদন জানায়, পথসভা করার বিরুদ্ধে অভিযোগ জানানো সময় দেওয়া হোক ৷ এর উত্তরে বিচারপতি বলেন, "র‍্যালির ব্যাপারে অন্তত মাসখানেক আগে জানানো হয়েছে ৷ এখন শেষ মুহূর্তে কেন আপত্তি করা হচ্ছে ! বাঙালির বারো মাসে তেরো পার্বণ জানেন ৷ তারপরও আপনারা তৈরি থাকেন না ?"

বিচারপতি রাজাশেখর মান্থা আরও বলেন, "বাজার কমিটি বা গ্রামসভা যে অনুমতি দিতে রাজি নয়, সেটা আলাদা মামলা দায়ের করে তদন্তের আবেদন জানাতে পারে ৷ তদন্ত হবে !" বিশ্বনাথপুর পাটনা হাটচালা বাজার কমিটি এই পথসভায় আপত্তি জানিয়েছে ৷ মধুসূদন কারক কমিটির প্রেসিডেন্ট অনুমতি দিয়েছিলেন ৷ পরে তিনিই আপত্তি জানান ৷ কিন্তু কমিটি প্রথমে অনুমতি দিয়ে পরে রহস্যজনক ভাবে কেন আপত্তি করল, বিচারপতি তা অনুসন্ধান করে দেখার নির্দেশ দেন রাজ্যকে ৷ দু'সপ্তাহের মধ্যে তদন্ত করে দেখে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ৷

কেশপুরের বিশ্বনাথপুর বাজার এলাকায় আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি পথসভা করার কথা ৷ সেখানে একুশের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসায় আক্রান্ত, ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ বিজেপি সূত্রে খবর, এর জন্য বিশ্বনাথপুর বাজার কমিটি ও গ্রামসভা থেকে আগেই অনুমতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু সোমবার সভার প্রায় 24 ঘণ্টা আগে বিজেপি কেশপুর এলাকার দক্ষিণ মণ্ডল সভাপতির ঠিকানায় পুলিশ একটি চিঠি দেয় ৷ তারা জানায়, গ্রামসভার অনুমতি না-থাকায় ওই স্থানে কোনও পথসভা করা যাবে না ৷

উল্লেখ্য কিছু দিন আগে পূর্ব মেদিনীপুরের ঝাঁকড়া হাইস্কুল মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৃষক সভা করার ব্যাপারে শেষ মুহূর্তে স্কুল পরিচালন কমিটি বেঁকে বসায় বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ তবে শেষ পর্যন্ত তাতে সম্মতি দেয় আদালত ৷ শান্তিপূর্ণ ভাবে সভা করার নির্দেশ দেওয়া হয় ৷ সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও একই নির্দেশ আদালত দেয় কি না তা লক্ষণীয় ৷

এদিকে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ কোথাও কোথাও তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁয়েছে ৷ এই সপ্তাহে রাজ্যের সব সরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে ৷ রবিবার দুপুরে মহারাষ্ট্রের খারঘরে অমিত শাহের সভায় হিটস্ট্রোকে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে ৷ অসুস্থ হয়ে পড়েছিলেন 600 জনেরও বেশি মানুষ ৷

আরও পড়ুন: গরমে মানসিক অবস্থা ঠিক নেই, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ডাবের জল খাওয়ার পরামর্শ সুকান্তর

Last Updated :Apr 18, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.