ETV Bharat / state

সাড়ে 4 মাস পর এসএসকেএম থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 9:31 PM IST

Updated : Jan 4, 2024, 7:26 AM IST

Sujoy Krishna Bhadra: এসএসকেএম থেকে বের করে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে ৷ আজ রাতে সেখানেই হতে পারে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ৷

Etv Bharat
কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র

কলকাতা, 3 জানুয়ারি: সাড়ে চার মাস পর অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে । হুইল চেয়ারে করে চাদর গায়ে এবং মুখে মাস্ক পরিয়ে বুধবার রাতে হাসপাতাল থেকে বের করা হল তাঁকে । এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হল জোকা ইএসআইতে । সেখানে আজ রাতেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর । জোকা ইএসআই থেকে উন্নতমানের ফাইভ জি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় এদিন ।

বুধবার সন্ধ্যা থেকেই এসএসকেএম হাসপাতালে আসতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে । এরপরই ধীরে ধীরে কার্ডিওলজি বিভাগ ঘিরে ফেলা হয় সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে । তারপরেই হাসপাতালে আসেন ইডি আধিকারিকরা । এছাড়াও আসেন জোকা ইএসআই হাসপাতালের দু'জন চিকিৎসক । বেশ কিছুক্ষণ তাঁরা কেবিনের ভিতর ছিলেন । তারপরই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে বের করা হয় ৷

প্রসঙ্গত, বুকে ব্যথা হওয়ায় 22 অগস্ট এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে । তারপর থেকে প্রায় সাড়ে চার মাস সেখানেই এসি কেবিন নম্বর 1-এ ভর্তি ছিলেন তিনি ৷ এরপর তাঁর শারীরিক অবস্থার বদল হয় । তবে হাসপাতালের তরফ থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি এদিন ৷ একাধিকবার হাসপাতালের মেডিক্যাল বোর্ড বৈঠক করলেও তা নিয়ে কোনও মন্তব্য করেননি কেউ । তার ফলে এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

আরও পড়ুন :

1 কালীঘাটের কাকুর সঙ্গে মার্লিন গ্রুপের আর্থিক লেনদেন, ইডি দফতরে হাজিরা চেয়ারম্যানের

2 শারীরিক অবস্থা বিবেচনা করে অন্তর্বর্তী জামিন দেওয়ার আর্জি কালীঘাটের 'কাকু'র

3 আমার 200 কোটি থাকলে আপনার কী, মেজাজ হারিয়ে পালটা প্রশ্ন কালীঘাটের কাকুর

Last Updated :Jan 4, 2024, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.