ETV Bharat / state

Sujan supports Biman: নওশাদ ইস্যুতে বিমানের বক্তব্য সমর্থন সুজনের

author img

By

Published : Feb 22, 2023, 7:44 PM IST

নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও হাজতবাস নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিমানবন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee on Nawsad Siddique) ৷ এবার বিমানের সমর্থনে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty supports Biman Banerjee) ৷

Sujan Chakraborty supports Biman Banerjee on Nawsad Siddique arrest and bail Issue
ফাইল ছবি

কলকাতা, 22 ফেব্রুয়ারি: ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও হাজতবাস নিয়ে আগেই সরব হয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা পেশাদার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee on Nawsad Siddique) ৷ তাঁর সেই অবস্থানকে সমর্থন জানিয়ে ফের একবার এই ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty supports Biman Banerjee) ৷

ইতিমধ্যে একাধিকবার নওশাদ সিদ্দিকীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ যার প্রেক্ষিতে বিমান বলেছিলেন, নওশাদের এতদিন ধরে হাজতবাসের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি ৷ কারণ, একজন আইনজীবী হিসাবে তিনি মনে করেন, বিচারক চাইলে নওশাদকে অবশ্যই জামিন দিতে পারতেন ৷ বুধবার এই প্রসঙ্গে সুজন বলেন, নওশাদ সিদ্দিকীকে গায়ের জোরে আটকে রাখা হয়েছে ৷ সুজনের অভিযোগ, পুলিশমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্য়ায়ের) চোখ রাঙানিতেই পুলিশ বেআইনি কাজ করছে !

আরও পড়ুন: পার্থদা হলে এটা করতেন ? পুলিশকে প্রশ্ন ভাঙড়ের বিধায়ক নওশাদের

এদিন এই ইস্যুতে সুজন চক্রবর্তী বলেন, "নওশাদ সিদ্দিকীকে সরকার জবরদস্তি গায়ের জোর দেখিয়ে আটকে রেখেছে ৷ তাঁকে একমাস আটকে রাখা হল! পুলিশ হেফাজত, তারপর জেল হেফাজত ! এসব কী হচ্ছে ? সকলেই জানেন, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে ৷ সকলেই তা বুঝতে পারছেন ৷ পুলিশও সব জানে ৷ কিন্তু, পুলিশমন্ত্রীর চোখ রাঙানিতে পুলিশ এসব করতে বাধ্য হচ্ছে ৷ তবে, এরপর আন্দোলন আরও জোরদার হবে ৷"

সুজনের দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নৌশাদ সিদ্দিকী ও তাঁর দলকে ভয় পেয়েছে ! সিপিএম নেতার বক্তব্য, সারা বাংলার মানুষ বুঝতে পারছেন, নওশাদকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে ৷ এমনকী, এ নিয়ে বিধানসভার অধ্যক্ষও সরব হয়েছেন ৷ সরকার সকলের সামনে ধরা পড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন সুজন চক্রবর্তী ৷

অন্যদিকে, মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের সমালোচনা শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির মুখে ৷ তৃণমূলকে বিজেপির দালাল বলে তোপ দেগেছেন তিনি ৷ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন সুজন ৷ তাঁর কথায়, "রাহুলের কথা তৃণমূলের পছন্দ হয়নি ৷ কিন্তু, তিনি যা বলেছেন, 100 শতাংশ সঠিক কথা বলেছেন ৷ আমরা তো অনেক আগেই বলেছি ৷ নির্বাচনী বন্ডে কয়েকশো কোটি টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, অথচ নারদা, সারদা কাণ্ডে কেউ গ্রেফতার হচ্ছেন না ৷ অপরাধীরা ধরা পড়ছেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.