ETV Bharat / state

Sujan Chakraborty: 'মুখে আলকাতরা মেখে বসে থাকা উচিত', ডেঙ্গি ইস্যুতে ফিরহাদকে কড়া আক্রমণ সুজনের

author img

By

Published : Nov 5, 2022, 7:36 PM IST

ডেঙ্গি-সহ একাধিক বিষয়ে রাজ্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ ডেঙ্গি নিয়ে রাজ্য গত কয়েক বছর ধরেই তথ্য গোপন করছে বলে অভিযোগ তাঁর (Sujan Chakraborty speaks on Dengue issue)৷

ETV Bharat
Sujan Chakraborty

কলকাতা, 5 নভেম্বর:"মুখে আলকাতরা মেখে বসে থাকা উচিত কলকাতা পৌরনিগমের মেয়রের । প্রথম থেকেই ডেঙ্গির তথ্য গোপন করেছেন । ডিঙ্গির তথ্য চেপে যাওয়া হয়েছে ৷ বিধানসভায় ভুল তথ্য দেওয়া হয়েছে ৷ বাংলার সর্বনাশ করছে । মেয়র, স্বাস্থ্যমন্ত্রী কী করছেন ?" ডেঙ্গি ইস্যুতে এভাবেই কলকাতার মেয়র ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises WB govt) ৷

সম্প্রতি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার কথা তুলে ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন, "কারও কাজ নিয়ে সমালোচনা করাটা সহজ । কিন্তু কাজ করাটা সহজ নয় । বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ডেঙ্গি বা কোনও রোগের প্রভাব দেখা দিলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি রাস্তায় নেমে কাজ করেন ?" তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতেই শনিবার ফিরহাদকে আক্রমণ করেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty attacks Firhad Hakim) ৷

আরও পড়ুন: চব্বিশেও দার্জিলিংয়ে পদ্ম ফুটবে, দাবি সুকান্তর

এদিন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক চেন্নাই সফরকেও কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তিনি বলেন, "রাজ্যপালের সঙ্গে ভালো সম্পর্ক তৃণমূলের । আরএসএস-এর মাতব্বর পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন । মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় অন্যের জন্মদিন পালন করতে গিয়েছিলেন । তার নাম ঠিক করে বলতে পারবেন ? রাজ্যপাল-এর ব্যাপারও তাই ।"

একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ সুজন চক্রবর্তীর

একশো দিনের প্রকল্পের টাকা না-পাওয়ায নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "100 দিনের টাকা লুট করছে সরকার । 4 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে । গত 11 বছরে গরিবের জন্য কোনও কাজ হয়নি রাজ্যে, স্বাস্থ্যসাথীর সুবিধা পায়নি তৃণমূল । অনুব্রত মণ্ডল 1 কোটি টাকা পেলেন । কিন্তু তিনি টিকিট কাটেননি । লটারি মারফত সাধারণ মানুষের টাকা লুট হচ্ছে । কালো টাকা সাদা হচ্ছে ।"

রাজ্যভাগ প্রসঙ্গে এদিন সুজন চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গকে অস্থির করার বিজেপি রাজনীতি করছে । মমতাও বলেছেন আগে, উত্তরে কামতা দক্ষিণে মমতা ।" সর্বশিক্ষা মিশনে রাজ্যকে টাকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সর্বশিক্ষা মিশনে রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র । বিজেপি থাকলে রাজ্যগুলির স্বার্থে টাকা দেবে সেটা হয় না ৷ কিন্তু সর্বশিক্ষা মিশনে যে টাকা দেওয়া হয়েছে, সেটাও তো ঠিক ভাবে খরচা করবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.