ETV Bharat / state

Farewell to Michael: প্রয়াণের 150 বছর পর মধুকবিকে বিদায় সংবর্ধনা !

author img

By

Published : Jan 26, 2023, 6:48 PM IST

সরস্বতীপুজো ও সাধারণতন্ত্র দিবসেই প্রাক্তনী মাইকেল মধুসূদন দত্তকে বিদায় সংবর্ধনা (Farewell to Michael) জানাল কলকাতার হিন্দু স্কুলের (Hindu School) বর্তমান পড়ুয়ারা ৷

students of Hindu School give Farewell to Michael Madhusudan Dutt
মাইকেলকে বিদায় সংবর্ধনা

অভিনব আয়োজন

কলকাতা, 26 জানুয়ারি: প্রয়াণের 150 বছর পর প্রাক্তন ছাত্রকে বিদায় সংবর্ধনা জানাল কলকাতার হিন্দু স্কুল (Hindu School) ! সেই ছাত্রের নাম মাইকেল মধুসূদন দত্ত (Farewell to Michael) ! তাঁর জন্ম হয়েছিল 1824 সালের 25 জানুয়ারি ৷ অর্থাৎ সেই হিসাবে, বুধবার (25 জানুয়ারি, 2023) তাঁর 199 বছর বয়স পূর্ণ হল ৷ মাইকেল পদার্পণ করলেন 200তম বর্ষে ৷ এই বিরল মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতেই প্রয়াণের 150 বছর (মাইকেল পরলোক গমন করেন 1873 সালের 29 জুন) পর তাঁকে ফেয়ারওয়েল দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরই উত্তরসূরিরা ! অর্থাৎ, হিন্দু স্কুলের বর্তমান পড়ুয়ারা ৷

এই আয়োজন কেন ?

স্কুলের শিক্ষক শুভ্রজিৎ দত্ত ইটিভি ভারতকে জানালেন, "এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ছাত্রদের মস্তিষ্কপ্রসূত ৷ ওরাই চেয়েছিল, ওদের পূর্বসূরি, বিশ্ববরেণ্য কবিকে শ্রদ্ধা জানাতে ৷ তাই এই আয়োজন ৷ এর জন্য গত এক সপ্তাহ ধরে কার্যত স্কুলেই থেকেছে পড়ুয়ারা ৷ সরস্বতীপুজো, সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন, আর তারই সঙ্গে মাইকেলের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে ৷ মাষ্টারমশাইরা ওদের যতখানি সম্ভব সাহায্য করেছেন ৷ বিশেষ করে মাইকেলকে নিয়ে গবেষণামূলক কাজে আমরা ওদের সহযোগিতা করেছি ৷ কিন্তু, এই আয়োজন ঘিরে ওদের উৎসাহ একেবারেই স্বতঃপ্রণোদিত ৷"

স্কুলের এক পড়ুয়া সৌমব্রত সাউ বলল, "মাইকেল কবি ছিলেন ৷ অসংখ্য কবিতা সৃষ্টি করেছেন তিনি ৷ তিনি দেশপ্রেমিক ছিলেন ৷ নিজের লেখনীকে হাতিয়ার করেং দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিলেন ৷ আমাদের কাছে সবথেকে বড় কথা, তিনি এই স্কুলেরই ছাত্র ছিলেন ৷ এবছর তাঁর জন্মের দ্বিশতবার্ষিকী শুরু হচ্ছে ৷ তাই আমাদের মনে হয়েছে, তাঁকে সুন্দরভাবে একটি বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ৷ ঠিক যেমন খেলোয়াড়দের দেওয়া হয় ৷"

আরও পড়ুন: ঋতুপর্ণা থেকে লকেট... মা সরস্বতীর বন্দনায় মাতল টলিউড

প্রসঙ্গত, ধনী বনেদি পরিবারের সন্তান হলেও মাইকেল মধুসূদন দত্তকে অনেক কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হয়েছে ৷ সমসাময়িক সমাজ তাঁকে গ্রহণ করতে কুণ্ঠা দেখিয়েছিল ৷ তারপরও নিজের কর্তব্যে অবিচল থেকেছেন মধুকবি ৷ বস্তুত, আজও মাইকেলকে নিয়ে খুব বেশি আয়োজন চোখে পড়ে না ৷ সেই জায়গায় দাঁড়িয়ে তাঁরই স্কুলের বর্তমান পড়ুয়াদের এই প্রচেষ্টা সকলেরই নজর কেড়েছে ৷ সন্তানদের প্রয়াসে খুশি অভিভাবকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.