ETV Bharat / state

Students Health Home: সুস্বাস্থ্যের সন্ধানে, মানবতার বন্ধনে পদযাত্রার ডাক স্টুডেন্টস হেলথ হোমের

author img

By

Published : Mar 23, 2023, 1:38 PM IST

10 বছর পর ফের পদযাত্রা করবে স্টুডেন্টস হেলথ হোম (Student Health Home)৷ বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রতিষ্ঠানের সভাপতি চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় ৷

ETV Bharat
স্টুডেন্টস হেলথ হোম

কলকাতা, 23 মার্চ: সকলের সুস্বাস্থ্যের দাবিতে বাৎসরিক পদযাত্রা স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল । তবে তাতে ছেদ পরে 2012 সালের পর থেকে । রাজ্যের রাজনৈতিক পালা বদলের আঁচ থেকে বাদ যায়নি ছাত্র-শিক্ষক-চিকিৎসকদের আন্তরিকতায় তৈরি প্রাচীন এই প্রতিষ্ঠান । তবে 10 বছর পর ফের স্বাস্থ্যের দাবিকে সামনে রেখে পথ হাঁটার কথা ঘোষণা করল স্টুডেন্টস হেলথ হোম (SHH)। আগামী 28 মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হবে পদযাত্রা (March of Students Health Home)। বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, প্রতিষ্ঠানের সভাপতি চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় ও সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী । এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও নাট্যকার দেবশঙ্কর হালদার ।

এদিন বক্তারা জানান, 28 মার্চ থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে 7 এপ্রিল । ধর্মতলা থেকে মৌলালি মোড় পর্যন্ত 28 মার্চ মিছিল হবে হেলথ হোমের পক্ষে । মিছিল শেষে রামলীলা ময়দানে হবে সংক্ষিপ্ত সভা । নানা কারণে বিগত এক দশক এই পদযাত্রা করা যায়নি । সম্প্রতি স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনকে ঘিরে যে নতুন উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে তাকে আরও সুসংহত করার লক্ষ্যে আমরা এ বছর আবার পদযাত্রা ফিরিয়ে আনছি ৷ রাজ্যব্যাপী বিস্তৃত 32টি আঞ্চলিক কেন্দ্রে এই পদযাত্রা হচ্ছে । পরিশেষে কেন্দ্রীয়ভাবে কলকাতায় আগামী 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে । কলকাতা ধর্মতলা থেকে মৌলালির রামলীলা ময়দানে ।

এক সময় রাজ্যের ছাত্রদের চিকিৎসার অন্যতম নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছিল । রাজ্যের পালাবদল ও সার্বিক পরিস্থিতির মধ্যে কমেছিল সদস্য সংগ্রহ । বন্ধ হয়েছিল সরকারি সাহায্য । তবে সংগঠকদের নিরলস প্রচেষ্টা ও দরদী মানুষের সমর্থনকে হাতিয়ার করে হোম আবার ঘুরে দাঁড়াচ্ছে । অর্থ সংগ্রহের নিরিখে 20-21 সালে স্টুডেন্টস হেলথ হোমের সদস্য সংখ্যা 2 লক্ষ ছাত্র-ছাত্রী থেকে 21-22 সালে 5 লক্ষ এবং 22-23 সালে তা 8 লক্ষ ছাড়াচ্ছে । ইঙ্গিত স্পষ্ট যে ক্রমবর্ধমান বৃদ্ধির পথে হাঁটছে স্টুডেন্টস হেলথ হোম ।
আরও পড়ুন : মন ভালো নেই ! মানসিক চিকিৎসার উদ্যোগ বাম চিকিৎসক ছাত্র সংগঠনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.