ETV Bharat / state

কেউ ভালোবাসে না, স্কুলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

author img

By

Published : Jun 27, 2019, 5:18 AM IST

Updated : Jun 27, 2019, 6:46 AM IST

কৃত্তিকার মতো ফের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা ফের এক ছাত্রীর ।

স্কুলের সামনে অভিভাবকদের ভিড়

কলকাতা, 27 জুন : কৃত্তিকার মতোই স্কুলের শৌচাগারে আত্মহত্যার পরিকল্পনা । ব্লেড নিয়ে শৌচাগারে পৌঁছেও গেছিল । হাতের শিরা কাটার চেষ্টাও করে ক্লাস টেনের ওই ছাত্রী । কিন্তু, স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় শেষ রক্ষা ।

ঘটনাটি মঙ্গলবারের। ক্লাস শেষ হওয়ার পর শৌচাগারে যায় ওই ছাত্রী । 5-6 মিনিট হয়ে যাবার পরেও সে বাইরে আসেনি । কৃত্তিকার ঘটনার পর থেকেই CCTV-র দিকে কড়া নজর রাখতে শুরু করেছে বিভিন্ন স্কুল । বালিগঞ্জের এই স্কুলটিও ব্যতিক্রম নয় । বেশ কিছুক্ষণ পরও ওই ছাত্রী শৌচাগার থেকে বেরিয়ে আসছে না, সেটা জানা যায় CCTV দেখেই । তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। অশিক্ষক কর্মীরা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন । সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় ছাত্রীটিকে । দেখা যায়, ব্লেড দিয়ে হাতের শিরা কাটার চেষ্টা করেছে সে । তবে গভীর ক্ষত হয়নি । তাই রক্ষে ।

এই সংক্রান্ত আরো খবর :পারিপার্শ্বিক চাপ থেকেই আত্মহত্যা ? কৃত্তিকা মৃত্যু রহস্যের উত্তর হাতড়াচ্ছেন তদন্তকারীরা

হাতে গভীর ক্ষত না হওয়ায় স্কুলেই প্রাথমিক চিকিৎসা করা হয় । শিক্ষিকারা তাকে জিজ্ঞেস করে, সে কেন এ রকম করল ? জবাবে সে বলে, “আমায় কেউ ভালোবাসে না। সবাই কাজে ব্যস্ত।" পরিবারের অবহেলার জেরে মনে জমে ওঠা ক্ষোভ থেকেই ছাত্রীর এমন চেষ্টা বলে মনে করা হচ্ছে ।

বেশ কিছুক্ষণ পরে স্কুলে আসেন ছাত্রীটির মা । তিনি জানান মানসিক অবসাদে ভুগছে মেয়ে । চিকিৎসাও চলছে । নিয়মিত ওষুধ খায় । তবে ঘটনার দিন সে ওষুধ খায়নি ।

Intro:দক্ষিণ কলকাতার একটি নামি ইংরেজি স্কুলে দৌড়াতে দৌড়াতে হাত কাটার চেষ্টা পড়ুয়ার। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় এড়াল কৃত্তিকার মতো ঘটনা।

বাইট: প্রিন্সিপাল ডঃ সুনিতা সেন। Body:অConclusion:
Last Updated : Jun 27, 2019, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.