ETV Bharat / state

বিপদে সর্বদলীয় মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত রাজ্য সরকারের : সুজন চক্রবর্তী

author img

By

Published : May 19, 2020, 10:22 PM IST

Sujan Chakraborty
সুজন চক্রবর্তী

ধেয়ে আসছে আমফান ৷ এই সুপার সাইক্লোন রাজ্যে ভালোই প্রভাব ফেলবে । এই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে ৷ পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও একই হেল্পলাইন নম্বর বলে অভিযোগ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর ৷ সেক্ষেত্রে রাজ্য সরকারকে সর্বদলীয় মনোভাব নিয়ে মানুষকে সাহায্য করার পরামর্শ দেন তিনি ৷

কলকাতা , 19 মে : আমফান মোকাবিলায় রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ আর এই হেল্পলাইন নম্বর নিয়ে রাজ্যসরকারের সমালোচনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন , ‘‘পরিযায়ী শ্রমিকদের জন্য যে হেল্পলাইন নম্বর নবান্ন চালু করেছিল , সুপার সাইক্লোনেও সেই একই হেল্পলাইন নম্বর ! তাছাড়া 1070 এই নম্বরে ফোনে যোগাযোগ করা যায় না । এমনিতেই বিকল নম্বর । তার উপর একই নম্বর দুই দুর্যোগের জন্য । ’’ এই বিষয়টি সুজন চক্রবর্তীকে অবাক করেছে ৷ রাজ্যের এই ভয়ঙ্কর দুর্দিনে প্রশাসনের কাছে তাঁর পরামর্শ , সর্বদলীয় মনোভাব থেকে মানুষকে সাহায্য করতে হবে ।

ধেয়ে আসেছে আমফান ৷ এই সুপার সাইক্লোন রাজ্যে ভালোই প্রভাব ফেলবে । সে ব্যপারে সুজন চক্রবর্তীও সতর্ক করে বলেন , এর আগে আয়লা, ফনি, বুলবুল দেখেছে উপকূলবর্তী এলাকার মানুষ । এই ঝড়ের প্রাবল্য অতীতের ঝড়ের থেকে অনেকটাই বেশি । আগামীকাল দুপুর থেকে পরশুদিন সন্ধ্যে পর্যন্ত এর রেশ থাকবে । তাই বারবার সতর্ক করা হচ্ছে ৷ বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষকে অতিরিক্ত জরুরি সতর্কতা নিতে হবে ।

আর এই দুর্যোগ মোকাবিলায় বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী রাজ্য প্রশাসনের কাছে বেশ কয়েকটি বিষয়ে আবেদন জানিয়ে তিনি বলেন , ‘‘সর্বদলীয় মনোভাব থেকে মানুষকে সাহায্য করা হোক । পর্যাপ্ত পানীয় জল এবং শুকনো খাবারের ব্যবস্থা করতে হবে । বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রস্তুতি জোরদার করা প্রয়োজন ৷ ’’

দক্ষিণ 24 পরগনার এই বিধায়ক আয়লার সময়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন , ‘‘সেই সময় জলের যোগান পর্যাপ্ত রাখা হয়েছিল বলে সমস্যা হয়নি সুন্দরবনবাসীর । আয়লার সময় তৎকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছিলেন , যাতে সেই সময় পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সহায়তা না পায় । সেই সময়ে ধ্বংসাত্মক ভূমিকা ছিল তৃণমূলের । প্ল‍্যানিং কমিশনকে চিঠি দিয়ে নিষেধ করা হয়েছিল এই রাজ‍্যকে অনুদান না দেওয়ার জন্য । 5400 কোটি টাকার অনুদান বন্ধ করা হয়েছে সেই সময় । গত নয় বছরেও সুন্দরবন এলাকার জন্য যথাযথ কাজ হয় নি ।"

এরপর হেল্পলাইন নম্বরের প্রসঙ্গে তিনি বলেন , ‘‘ সবচেয়ে আশ্চর্য, পরিযায়ী শ্রমিকদের জন্য যে হেল্পলাইন নম্বর 1070 চালু করা হল, সেই একই হেল্পলাইন নম্বর সাইক্লোনের জন্য রাখা হল । এমনিতেই এই হেল্পলাইন নম্বরটি কাজ করে না । ’’ সেক্ষেত্রে রাজ্য সরকারকে বিকল্প ভাবনার আবেদন জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.