ETV Bharat / state

Meeting on Universry Salary: ট্রেজারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বেতন ! ফিন্যান্স অফিসারদের বৈঠকে প্রস্তাব নবান্নের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 9:05 PM IST

ETV BHARAT
ETV BHARAT

State Finance Department Meeting on HRMS: ট্রেজারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বেতনের ভাবনা অর্থ দফতরের ৷ আজ এগারো বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে সেই নিয়ে আলোচনা হয়েছে নবান্নের অর্থ দফতরের ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজ্য সরকারি কর্মচারীদের মতোই ট্রেজারির মাধ্যমে বেতন হবে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ! নবান্নে আজ এগারোটি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে এমনটাই আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷ এই ফিন্যান্স অফিসারদের তলব করার সময়ই জানানো হয়েছিল এইআরএমএস নিয়ে আলোচনা করা হবে ৷ এ দিনের বৈঠকে সেই নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

এতদিন বিশ্ববিদ্যালয়ের তহবিলে রাজ্য সরকার টাকা দিত ৷ সেই টাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের মাধ্যমে সেখান থেকে অধ্যাপক, অশিক্ষক কর্মচারী, আধিকারিক, রেজিস্ট্রার এবং উপাচার্যদের বেতন হত ৷ আর ফিন্যান্স অফিসারদের অনুপস্থিতিতে উপাচার্য বা রেজিস্ট্রার সেই কাজ করে থাকেন ৷ কিন্তু, এইচআরএমএস সিস্টেম চালু হওয়ার অর্থ বাকি রাজ্য সরকারি আধিকারিক এবং কর্মীদের মতো অর্থ দফতরের ট্রেজারি থেকে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন হবে ৷

অর্থ দফতর সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে ও সব ক্ষেত্রে বেতনের সাম্যতা আনতেই ট্রেজারি থেকেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বেতন দেওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা করছে নবান্ন ৷ তবে, এ নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক সংগঠনগুলি রাজ্য সরকারের এই ভাবনা বিরোধিতা শুরু করেছে ৷ আগেই এ নিয়ে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছে সব রাজনৈতিক দলের অধ্যাপক সংগঠনগুলি ৷

আরও পড়ুন: 20 সেপ্টেম্বর 11টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের নিয়ে বৈঠক নবান্নে

তবে, এর পিছনে আসল কারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত বলেই মনে করছে বিরোধী অধ্যাপক সংগঠনগুলি ৷ রাজ্য সরকারের নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যদের সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল ৷ বদলে আচার্য হিসেবে নিজের ঠিক করা প্রাক্তন বিচারপতি এবং অধ্যাপকদের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন সিভি আনন্দ বোস ৷ যার পরেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই সকল উপাচার্যদের বেতন রাজ্য সরকার দেবে না ৷ এটা তারই পদক্ষেপ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ তবে, এর আগেও রাজ্য সরকার এই বদল আনতে চেয়েছিল ৷ কিন্তু, অধ্যাপক সংগঠনগুলির আন্দোলনে তা সম্ভব হয়নি ৷ এবারেও তেমন কিছু হয় কিনা, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.