ETV Bharat / state

State Challenges CBI Probe Order: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

author img

By

Published : Jun 22, 2023, 2:21 PM IST

State Challenges CBI Probe Order
State Challenges CBI Probe Order

পঞ্চায়েত নির্বাচনে নথি বিকৃতির অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য সরকার ৷

কলকাতা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করল রাজ্য সরকার । পঞ্চায়েত নির্বাচনের নথি সংক্রান্ত তথ্য বিকৃতির অভিযোগের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য সরকার ।

উলুবেড়িয়া 1-এর বিডিও-র বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগে গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । তাঁর রায়ের বিরুদ্ধে আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য সরকার । আগামিকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত নথি বিকৃত করেছেন উলুবেড়িয়া 1-এর বিডিও, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন কাশ্মীরা বিবি ও ওমজা বিবি নামে দুই প্রার্থী । তাঁরা মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ করেন বিডিও বিরুদ্ধে । সময়ের মধ্যে দুজন প্রার্থী জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট) জমা করলেও বিডিও তা রেজিস্টারে নথিভুক্ত করেননি বলে অভিযোগ করা হয় । এর ফলে স্ক্রুটিনির সময় তাঁদের নাম বাদ চলে যায় বলে অভিযোগ করেছেন মামলাকারী প্রার্থীরা । কিন্তু বিডিও তাঁদের কথা শুনতে চাননি বলে অভিযোগ ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নথি বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

আদালতের কাছে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয় মামলাকারীদের তরফে ৷ বুধবার সেই আর্জি মঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন । এই নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন আপত্তি জানালেও তাতে লাভ হয়নি ৷ তাদের আপত্তি খারিজ করে দেয় আদালতের সিঙ্গল বেঞ্চ ৷ বিচারপতি অমৃতা সিনহা জানান, মনোনয়ন থেকে আজ পর্যন্ত সব ভিডিয়ো সংরক্ষণ করতে হবে । পুরো বিষয়টি সিবিআইকে খতিয়ে দেখে 7 জুলাই রিপোর্ট দিতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.