ETV Bharat / state

ব্রেন ডেথ ঘোষিত রোগীর হার্ট-লিভার-কিডনি এক হাসপাতালে প্রতিস্থাপনের নজির SSKM-এ

author img

By

Published : Jul 6, 2019, 12:47 PM IST

Updated : Jul 6, 2019, 1:05 PM IST

sskm হাসপাতাল

ব্রেন ডেথ ঘোষিত রোগীর হার্ট-লিভার-কিডনি এক হাসপাতালে প্রতিস্থাপনের নজির SSKM-এ । পূর্ব ভারতে এই প্রথম ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর হৃদযন্ত্র, লিভার এবং কিডনি একই হাসপাতালে প্রতিস্থাপনের নজির গড়ল SSKM হাসপাতাল।

কলকাতা, 6 জুলাই : শহরে ফের অঙ্গ দান ও অঙ্গ প্রতিস্থাপনের নজির । এক রোগীর অঙ্গদানে প্রাণ ফিরে পেলেন চার জন। 3 জুলাই SSKM হাসপাতালে প্রথম প্রতিস্থাপিত হল হৃদযন্ত্র। শুধুমাত্র তাই নয়। পূর্ব ভারতে এই প্রথম ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর হৃদযন্ত্র, লিভার এবং কিডনি একই হাসপাতালে প্রতিস্থাপনের নজির গড়ল SSKM হাসপাতাল।

হাওড়ার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত রাজাপুর গ্রামের বাসিন্দা অঞ্জনা ভৌমিক (49) একটি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় গত 2 জুলাই। ফলে তাঁর হৃদযন্ত্র, লিভার, দুটি কিডনিতে প্রাণ ফিরে পেলেন চার জন।

দেখুন ভিডিয়ো

সরকারি চাকরির স্বপ্নে নদিয়ার তেহট্টের গ্রামের বাড়ি থেকে কলকাতায় এসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বছর 30-এর মৃন্ময়। গত বছর মহালয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষার পরে জানা যায়, তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন। বিভিন্ন হাসপাতাল এমনকি, দক্ষিণ ভারত থেকে ঘুরে আসার পর, SSKM হাসপাতালে তাঁর নাম নথিভুক্ত করা হয় হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য। পরিবারের একমাত্র সন্তান মৃন্ময়। তাঁর বাবা অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। হৃদযন্ত্র প্রতিস্থাপনের কথা মাস দুয়েক আগে ছিল, তবে শেষ পর্যন্ত হৃদযন্ত্র মেলেনি।

অঞ্জনা দেবীর হৃদযন্ত্র মৃন্ময়ের শরীরে প্রতিস্থাপন করা হয়। অঞ্জনা দেবীর লিভার SSKM হাসপাতালে প্রতিস্থাপন করা হয়েছে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা ৫৩ বছর বয়সি রিনা শীলের শরীরে।

Intro:কলকাতা, ৪ জুলাই: মঙ্গলবার রাতের পর বৃহস্পতিবারের রাত। কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত রোগীর অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে অন্য রোগীর শরীরে। তবে, প্রতিস্থাপনের জন্য হৃদযন্ত্র যোগ্য হিসাবে বিবেচিত হয়নি। অন্যদিকে লিভার প্রতিস্থাপনের জন্য গ্রহীতার খোঁজ পাওয়া যায়নি। যার জেরে, এবার শুধুমাত্র দুই কিডনি প্রতিস্থাপন হচ্ছে দুই রোগীর শরীরে। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।
Body:গত পয়লা জুলাই স্ট্রোকে আক্রান্ত ৬০ বছর বয়সি এক রোগীকে ভর্তি করানো হয়েছিল মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি হাসপাতালে। কোমায় চলে যান রোগী। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। মৃত এই রোগীর নাম মহাদেব মণ্ডল। তিনি বারুইপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। কার অঙ্গ দান করা হবে কিনা সে বিষয়ে পরিজনদের বোঝানো হয়। অঙ্গ দানের জন্য সম্মতি জানান পরিজনরা।

এর পরে দেখা হয় ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর কোন কোন অঙ্গ, অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য। বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বয়সের কারণে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদযন্ত্র, অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়নি। অন্যদিকে, লিভার প্রতিস্থাপনের জন্য যোগ্য গ্রহীতার খোঁজ মেলেনি। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর দুই কিডনি প্রতিস্থাপনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে।
Conclusion:একটি কিডনি মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালের ৬০ বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে‌। অন্য একটি কিডনি SSKM হাসপাতালে এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে। বৃহস্পতিবার গভীর রাতে এই প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।

______

ছবি:
wb_kol_jul 4 brain death organ trans pic1_7203421
ব্রেন ডেথ ঘোষিত রোগী
______


Last Updated :Jul 6, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.