ETV Bharat / state

SSC Releases Waiting List: হাইকোর্ট চাকরি বাতিলের পর গ্রুপ-ডির ওয়েটিং লিস্ট প্রকাশ এসএসসি-র, মিলবে চাকরি

author img

By

Published : Feb 12, 2023, 1:45 PM IST

SSC Releases Waiting List ETV Bharat
স্কুল সার্ভিস কমিশন

কলকাতা হাইকোর্ট 1,911 জনের চাকরি বাতিলের পর চাকরিপ্রার্থীদের ওয়েটিং লিস্ট প্রকাশ করল এসএসসি (SSC Releases Waiting List)৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নির্দেশের পরেই 1,911 জনের চাকরি বাতিলের (Group-D Recruitment Scam) বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC Releases Waiting List)। বিচারপতির কথা মতোই কাজ হবে বলেও জানিয়েছিলেন এসএসসি-র চেয়ারম্যান । তারপরেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হল এসএসসির (School Service Commission) পক্ষ থেকে । সেখানে বলা হয়েছে, গ্রুপ-ডিতে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের এ বার নিয়োগ হবে ৷

গ্রুপ-ডির ওয়েটিং লিস্ট প্রকাশ: সেই 'ওয়েটিং লিস্ট'-এ থাকা সবার নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন । তারা গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে । কবে কাউন্সেলিং হবে, তা দ্রুত জানানো হবে বলে জানানো হয়েছে এসএসসির তরফে । এর মধ্যে যদি কারও ওএমআর শিট ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটে, তাহলে হাইকোর্টের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ।

চাকরি বাতিল করে হাইকোর্ট: সম্প্রতি বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি-র প্রায় 1,911 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন । তিনি তাঁর নির্দেশে বলে দিয়েছিলেন যে, স্কুলের কোনও কিছু স্পর্শও করতে পারবেন না ওই কর্মীরা ৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দেন বিচারপতি ৷

আরও পড়ুন: চাকরি গেল 1 হাজার 911 জন গ্রুপ-ডি কর্মীর, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পাশাপাশি যে বেতনের টাকা তাঁরা এতদিন পেয়েছেন, সেই টাকাও কিস্তিতে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ এমনকী এই 1,911 জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানিয়েছে আদালত । বিচারপতির এই নির্দেশের আধ ঘণ্টার মধ্যেই এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই কর্মীদের চাকরি বাতিলের কথা জানিয়ে দেওয়া হয় । এরপরে ফের বিজ্ঞপ্তি জারি করে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ।

গ্রুপ-ডি নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানান, এই 1 হাজার 911 জন এতদিন যা বেতন নিয়েছেন, তা কিস্তির মাধ্যমে ফেরত দিতে হবে ৷ সিবিআই এই কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে ৷ প্রয়োজনে তাঁদের হেফাজতেও নেওয়া যাবে বলে জানিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.