ETV Bharat / state

SSC Agitation: 700 দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন

author img

By

Published : Feb 12, 2023, 9:40 PM IST

নিয়োগ পত্রের দাবিতে আন্দোলন চালাচ্ছেন এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা (SSC Agitation completes 700 days) ৷ রবিবার 700 দিনে পড়ল নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ধরনা ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 12 ফেব্রুয়ারি: চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবার সবাই যখন ছুটির দিনে আনন্দিত তখন অপেক্ষার 700 দিন গুনছে এক শ্রেণি (SSC Agitation)। নিয়োগপত্রের আশায় 700 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা (SSC Recruitment Scam)। গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনরত অবস্থায় রয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা (SSC Agitation completes 700 days )। তাঁদের একটাই দাবি, স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ।

কখনও তাঁরা প্রতিবাদ জানিয়েছেন কিছু না-খেয়ে, আবার কখনও দুয়ারে সরকারে সামিল কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে। বেশ কয়েকবার তাঁরা দেখা করছেন তৃণমূলের নেতাদের সঙ্গেও। শিক্ষা দফতরেও একাধিকবার যোগাযোগ করেছে। তারমধ্যে নিয়োগ ঘিরে ক্রমেই বে়ড়ে চলেছে আইনি জটিলতা ৷ এইসব কিছুর মধ্যে থমকে নেই আন্দোলনও ৷ এসবের মাঝেই 700 দিনে পড়ল নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ধরণা । এদিন তাঁরা তাঁদের ধর্নামঞ্চে অর্ধনগ্ন অবস্থায় আন্দোলন চালান । আন্দোলনকারীদের কথায়, "আমাদের এই মুহূর্তের আর কিছু নেই । সরকার সেটা বোঝে আমাদের ন্যায্য পাওনা যেন আমাদের দেয় ।" এর পাশাপাশি এইদিন মঞ্চ থেকে ওএমআর শিটও তাঁরা পুড়িয়ে ফেলে প্রতিবাদ জানান ।

আরও পড়ুন: 'আদালতের নির্দেশে পদক্ষেপ করা হয়েছে', চাকরি বাতিল প্রসঙ্গে বক্তব্য ব্রাত্যর

দুর্গাপুজো হোক কি বড়দিন, তাঁদের দিন কাটে আন্দোলন করে। শহর কলকাতায় তাঁরা রোজ দূর-দূরান্ত থেকে আসেন নিজেদের ন্যায্য অধিকার আদায়ের আশায়। এই আন্দোলনের মাঝে কেউ হারিয়েছে তাঁদের বাবা-মাকে। তবে এক-এক করে দিন কেটে গেলেও আসেনি আজও নিয়োগ পত্র। ছোটো সন্তানকে নিয়েও আন্দোরনে সামিল হয়েছেন তাঁরা। কিন্ত কিছুর পরেও তাঁদের ভাগ্যে জুটেছে শুধু পুলিশি হেনস্থা । তাই 700 দিনে দাঁড়িয়ে তাঁদের একটাই প্রশ্ন- "আর কতদিন?"

আরও পড়ুন: এসএসসি-কাণ্ডে তৃণমূলের কুন্তল ঘোষের নিউটাউনের 2টি ফ্ল্যাটে ইডি হানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.