ETV Bharat / state

Horrific Accident in Kolkata : রাতের শহরে দুরন্ত গতির এসইউভি প্রাণ কাড়ল 4 জনের

author img

By

Published : Apr 10, 2023, 1:59 PM IST

গভীর রাতে ভিআইপি রোডে পথ দুর্ঘটনা। দমদম পার্ক সিগনালে দাঁড়িয়ে থাকা ডাম্পার ও বাইকে ধাক্কা একটি গাড়ির। ঘটনায় প্রাণ গিয়েছে চার জনের। আহত হয়েছেন আরও দু'জন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ ৷

Etv Bharat
ভিআইপি রোডে পথ দুর্ঘটনা

কলকাতা, 10 এপ্রিল: রবিবার গভীর রাতে ভিআইপি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 4। দমদম পার্ক এলাকার একটি সিগনালে দাঁড়িয়ে থাকা ডাম্পারে এবং বাইকে পর পর ধাক্কা মারে একটি এসইউভি। ঘটনায় মোট 6 জন গুরুতর আহত হন ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ পরে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়। আহত দু'জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে ভিআইপি রোডে বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় দমদম পার্কের সিগনালে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে প্রথমে ধাক্কা মারে গাড়িটি। এরপর পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকেও ধাক্কা মারে। উল্টোডাঙার দিক থেকে দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ডাম্পার এবং বাইকটিকে ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। গাড়ির মধ্যে এক তরুণী-সহ মোট চারজন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, দূরন্ত গতিতে আসা গাড়ির ধাক্কায় বাইকে থাকা দু'জন যাত্রী ছিটকে পড়েন ভিআইপি রোডের উপরে। অন্যদিকে গুরুতর আহত হয় গাড়িতে থাকা চারজন যাত্রীই। খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। তড়িঘড়ি আহত সকলকেই নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আহত 6 জনের মধ্যে 4 জনেরই মৃত্যু হয়েছে। বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি চিকিৎসকদের অনুমান, ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়েছিল ৷ অন্য়দিকে পুলিশের প্রাথমিক অনুমান, ওই এসইউভির চালক সম্ভবত মদ্য়প অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আচমকাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত রাজ্যপাল, কেন ?

লেকটাউন থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চিকিৎসাধীন অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক ৷ পাশাপাশি এসইউভিটি আটক করেছে পুলিশ ৷ সেই সঙ্গে, বিস্তারিত ঘটনার জানতে রাস্তা-সহ আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে ৷ কেন এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.