ETV Bharat / state

Metro Special Service: আইপিএলের ম্যাচের জন্য বৃহস্পতিবার মধ্যরাতে চলবে বিশেষ মেট্রো

author img

By

Published : May 10, 2023, 6:01 PM IST

Metro Special Service
Metro Special Service

আগামিকাল ইডেনে আইপিএলের ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ৷ সেই ম্যাচের জন্য মধ্যরাতে বিশেষ মেট্রো চালানো হবে বলে ঘোষণা করল কর্তৃপক্ষ ৷

কলকাতা, 10 মে: ইডেন গার্ডেন্সে আগামিকাল বৃহস্পতিবার রয়েছে আইপিএলের ম্যাচ ৷ সেই ম্যাচের বিশেষ মেট্রো চালাতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামিকাল বৃহস্পতিবার রাতে খেলা শেষ হওয়ার পর ঠিক রাত 12টা 15 মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ ও ডাউন লাইন থেকে দু’দিকের জন্য ছাড়বে এক জোড়া মেট্রো । আপ লাইনের মেট্রোটি এসপ্ল্যানেড থেকে ঠিক রাত 12টা 15 মিনিটে ছেড়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছাবে রাত 12টা 48 মিনিটে ।

অন্যদিকে ঠিক একই ভাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইন থেকে রাত 12টা 15 মিনিটে অপর মেট্রোটি ছাড়বে । ওই মেট্রোটি কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে রাত 12টা 48 মিনিটে । আপ ও ডাউন লাইনে এই দু’টি ট্রেনই সবকটি স্টেশনে থামবে । এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি বুকিং কাউন্টার খোলা থাকবে, যেখান থেকে শুধুমাত্র স্মার্ট কার্ড ও টোকেন বিক্রি করা হবে ৷

আগামিকাল বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে ৷ ফলে নাইট সমর্থকরা প্রিয় দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত থাকবেন ৷ সেই সমর্থকদের বাড়ি ফেরার জন্যই এই ব্যবস্থা বলে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷

তবে শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই নয়, কলকাতার ইডেনে কোনও রাতের ক্রিকেট ম্যাচ থাকলেই বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের তরফে ৷ এই বছর আইপিএলে ইডেনে এখনও পর্যন্ত যে ক’টি ম্যাচ হয়েছে, সব ক’টির জন্যই বিশেষ মেট্রোর ব্যবস্থা কর্তৃপক্ষের তরফে করা হয়েছিল ৷ আগামিদিনেও এই ব্যবস্থা থাকবে বলেই আশা করা যায় ৷

প্রসঙ্গত, ইডেনে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ আগামী 20 মে ৷ ওই দিন লখনউ সুপার জায়েন্টসের মুখোমুখি হবে নীতীশ রানার দল ৷ সেদিনও ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায় ৷ আশা করা যাচ্ছে যে সেদিনের জন্য কলকাতা মেট্রো রেলের তরফে ক্রিকেট প্রেমীদের কথা ভেবে বিশেষ পরিষেবার ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন: শুভমন-ঋদ্ধির ব্যাটে ঋদ্ধ গুজরাত, সুপার জায়ান্টসের সামনে বিশাল লক্ষ্যমাত্রা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.